ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্লকোমার ঝুঁকি কমায় নিয়মিত চা পান

প্রকাশিত: ০৪:১৫, ৬ জানুয়ারি ২০১৮

গ্লকোমার ঝুঁকি কমায় নিয়মিত চা পান

দৈনিক এককাপ বা তারও অধিক ক্যাফেইনসমৃদ্ধ দুধ ছাড়া গরম চা গ্লকোমার ঝুঁকি ৭৪ শতাংশ কমিয়ে দিতে পারে বলে সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে। এনডিটিভি। সম্প্রতি মার্কিন গবেষকদলের পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, যারা দৈনিক এককাপ চা পান করে তাদের মধ্যে অন্যদের চেয়ে গ্লকোমার লক্ষণ কম দৃশ্যমান হয়। এছাড়াও ব্রিটেনের চক্ষু বিজ্ঞান সম্পর্কিত এক জার্নালের গবেষণাপত্রে চক্ষু বিশেষজ্ঞরা বলেছেন যারা কফি, কোমল পানীয় বা বরফযুক্ত চা পান করেন তাদের চেয়ে গরম চা পানকারীদের গ্লকোমা ঝুঁকি ৭৪ ভাগ কম। এই জার্নালে শীর্ষ চক্ষু বিশেষজ্ঞ ডক্টর এ্যান কোলম্যান বলেন, গ্লকোমা স্থায়ী অন্ধত্বের দিকে নিয়ে যায় এবং এর কোন প্রতিকার নেই। তাই আগে থেকেই এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সবচেয়ে উত্তম পন্থা। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এ গবেষক এক টেলিফোন সাক্ষাতকারে বলেন, গ্লকোমা থেকে বাঁচার সবচেয়ে ভাল উপায় হচ্ছে নিয়মিত চক্ষু পরীক্ষা করা। তবে কেউ আক্রান্ত হওয়ার আগে জীবনাচরণ ও অভ্যাসগত পরিবর্তনের মাধ্যমে এটি প্রতিরোধের পক্ষে আমরা গুরুত্ব আরোপ করি।
×