ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিউলের প্রস্তাব গ্রহণ করেছে পিয়ংইয়ং

প্রকাশিত: ০৪:১৫, ৬ জানুয়ারি ২০১৮

সিউলের প্রস্তাব গ্রহণ করেছে পিয়ংইয়ং

উত্তর কোরিয়া আগামী সপ্তাহে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের জন্য দক্ষিণ কোরিয়ার প্রস্তাব গ্রহণ করেছে। সিউলের কর্মকর্তারা এ কথা বলেছেন। খবর বিবিসি অনলাইনের। দক্ষিণ কোরিয়ায় ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য উইন্টার অলিম্পিক গেমসে উত্তর কোরীয় ক্রীড়াবিদদের অংশগ্রহণের উপায় নিয়ে আলোচনা করা হবে ৯ জানুয়ারির বৈঠকে। উত্তর কোরীয় নেতা কিম জং উন এ সপ্তাহে বলেছেন, গেমসে একটি প্রতিনিধি দল প্রেরণে উত্তর কোরীয়দের মধ্যে ঐক্য প্রদর্শনের এক সুযোগ সৃষ্টি হবে। বৈঠকটি দুই কোরীয় সীমান্ত সংলগ্ন পানমুনজোম গ্রামে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এ তথাকথিত শান্তি গ্রামটি কঠোর প্রহরাধীন এক অসামরিকরণ জোন (ডিএমজেড) এবং দু’পক্ষের মধ্যে অনেক ঐতিহাসিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে এখানে। দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের দফতরের এক কর্মকর্তা ইয়োনহ্যাপ সংবাদ সংস্থাকে বলেছেন। তিনি মনে করেন, অলিম্পিকসে উত্তর কোরিয়ার অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের অগ্রগতি বিষয় নিয়েও আলোচনা হবে।
×