ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কথাসাহিত্যিক শওকত আলী আইসিইউতে

প্রকাশিত: ০৮:১৩, ৫ জানুয়ারি ২০১৮

কথাসাহিত্যিক শওকত আলী আইসিইউতে

স্টাফ রিপোর্টার ॥ ফুসফুসের সংক্রমণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একুশে পদকজয়ী কথাসাহিত্যিক শওকত আলী। প্রখ্যাত এই কথাশিল্পী রাজধানীর ল্যাব এইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন বলে জনকণ্ঠকে নিশ্চিত করেছেন তার ছেলে আসিফ শওকত কল্লোল। বৃহস্পতিবার দুপুরে শওকত আলীকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক সমীরণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। সেখানে অশীতিপর এই কথাশিল্পীর বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে। ৮১ বছর বয়সী শওকত আলীর জন্ম ১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার থানা শহর রায়গঞ্জে। ছাত্রজীবনে কমিউনিস্ট আন্দোলনে জড়িয়ে পড়েন শওকত আলী। সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করলেও কিছুদিন পর শিক্ষকতায় যোগ দেন তিনি। বামপন্থীদের ‘নতুন সাহিত্য’ পত্রিকায় লেখালেখি করেন শওকত আলী। এছাড়া দৈনিক মিল্লাত, মাসিক সমকাল, ইত্তেফাকে তার অনেক গল্প, কবিতা ও শিশুতোষ লেখা প্রকাশিত হয়। কথাসাহিত্যে অবদানের জন্য ১৯৯০ সালে একুশে পদক অর্জন করেন শওকত আলী। এছাড়াও তিনি বাংলা একাডেমি পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কার, হুমায়ুন কবির স্মৃতি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। শওকত আলীর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘প্রদোষে প্রাকৃতজন’, ‘দক্ষিণায়নের দিন’, ‘পিঙ্গল আকাশ’, ‘অপেক্ষা’, ‘উত্তরের খেপ’, ‘জননী ও জাতিকা’ ইত্যাদি। সম্পাদনা করেছেন ‘উন্মুল বাসনা’, ‘লেলিহান সাধ’, ‘শুন হে লখিন্দর’, ‘বাবা আপনে যান’সহ কয়েকটি গল্পগ্রন্থ।
×