ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদার হবে ॥ রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৮:১২, ৫ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদার হবে ॥ রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে এবং আগামীতে এই সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করলে তিনি এ কথা বলেন। খবর বাসস’র। রাষ্ট্রপতি বলেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার। এই সম্পর্ক পর্যায়ক্রমে আরও জোরদার হচ্ছে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে রাষ্ট্রপতি বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগও বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে প্রতিবেশী এই দু’দেশের মধ্যে পারস্পরিক সমঝোতাও খুবই চমৎকার। বৈঠকে ভারতের হাইকমিশনার তার দেশের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের নববর্ষের একটি শুভেচ্ছা কার্ড রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে হস্তান্তর করেন। শ্রিংলা বলেন, বাংলাদেশ ও ভারত সম্পর্ক সরাসরি সড়ক ও রেলপথ যোগাযোগে আরও বৃদ্ধি পাবে। তিনি বলেন, দু’দেশের জনগণই ব্যবসা বাণিজ্য বৃদ্ধির সুফল পাচ্ছে।
×