ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ভর্তি জালিয়াতি

১৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

প্রকাশিত: ০৭:৫৪, ৫ জানুয়ারি ২০১৮

১৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ ভর্তি জালিয়াতির সঙ্গে যুক্ত এবং জালিয়াতি করে ভর্তি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ^বিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ (ডিবি)। বৃহস্পতিবার সকালে পরিষদের এক বৈঠকে এই সুপারিশ করা হয়েছে। বৈঠক শেষে দুপুরে বিশ^বিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান সাংবাদিকদের সুপারিশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এই সুপারিশ কার্যকর করা হবে। ২০১৬-১৭ সেশন ও ২০১৭-১৮ সেশনে অন্তত অর্ধশতকের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তি হয়েছে বলে গণমাধ্যমের অনুসন্ধানে বের হয়ে আসে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৫ জনকে বহিষ্কারের সুপারিশ করল।
×