ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিমানের চাকরি স্থায়ী করার দাবিতে কর্মচারীদের সমাবেশ

প্রকাশিত: ০৭:৫৩, ৫ জানুয়ারি ২০১৮

বিমানের চাকরি স্থায়ী করার দাবিতে কর্মচারীদের সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ চাকরি স্থায়ী করার দাবিতে বিমানের শ্রমিক-কর্মচারীরা সমাবেশ করেছে। এতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা বিঘিœত হয়েছে। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুর্মিটোলায় প্রধান কার্যালয় বলাকা ভবনের সামনে জড়ো হন বিমানের ক্যাজুয়াল শ্রমিকরা। জানা গেছে, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বেশিরভাগ জনবল বিমানের ক্যাজুয়াল শ্রমিক। চাকরি স্থায়ী করার দাবিতে সকাল ১০টা থেকেই শ্রমিকরা বিমানবন্দর হতে সমাবেশে যোগ দিতে বিমানের প্রধান কার্যালয়ে চলে যান। বিমান শ্রমিক লীগের (সিবিএ) ডাকা সমাবেশে প্রায় ৫ শতাধিক শ্রমিক যোগ দেন। বিমানবন্দরের আমর্ড পুলিশের এক কর্মকর্তা জানান, বিমানের অনেক কর্মী চাকরি স্থায়ী করার দাবিতে বিমানবন্দর ছেড়ে চলে যান।
×