ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশ এনার্জির সঙ্গে পিডিপির ক্রয় চুক্তি সই

প্রকাশিত: ০৭:৫২, ৫ জানুয়ারি ২০১৮

দেশ এনার্জির সঙ্গে পিডিপির ক্রয় চুক্তি সই

স্টাফ রিপোর্টার ॥ দেশ এনার্জির সঙ্গে ২০০ মেগাওয়াট এর বিদ্যুত কেন্দ্র নির্মাণে ক্রয় চুক্তি সই করেছে বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি)। ফার্নেস অয়েল চালিত বিদ্যুত কেন্দ্রটি চাঁদপুরে স্থাপন করা হবে। এর আগে দেশ এনার্জি সিদ্ধিরগঞ্জে একটি ১০০ মেগাওয়াট এর তেল চালিত বিদ্যুত কেন্দ্র নির্মাণ করে। চুক্তি অনুযায়ি দেশ এনার্জি চাঁদপুর পাওয়ার কোম্পানির কাছ থেকে পিডিবি প্রতি ইউনিট বিদ্যুত কিনবে ১০ দশমিক ৬৫ সেন্টে যা দেশীয় মুদ্রায় দাড়াবে ৮ দশমিক ৩৭৭২ টাকা। আগামী ৯ মাসের মধ্যের মধ্যে কেন্দ্রটির নির্মাণ কাজ শেষ হবে। ২০১৮ সালের ৯ মে কেন্দ্র থেকে বিদ্যুত উৎপাদনের কথা রয়েছে। চুক্তি অনুযায়ি ১৫ বছর এখান থেকে বিদ্যুত কিনবে পিডিবি। বিদ্যুত ক্রয় চুক্তিতে পিডিবির সচিব মিনা মাসুদউজ্জামান এবং দেশ এনার্জি চাঁদপুর পাওয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাভিদুল হক সই করেন। অন্যদের মধ্যে বিদ্যুত সচিব ড. আহমদ কায়কাউস, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রাথমিকভাবে বিদ্যুতের চাহিদা ১ হাজার ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিবেচনা করা হলেও বাস্তবে বছরে প্রায় তিন হাজার মেগাওয়াট করে চাহিদা বাড়ছে। বাড়তি এ চাহিদা পূরণ করতে গিয়ে অতিরিক্ত বিদ্যুত উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়ন করতে হচ্ছে। হামিদ বলেন, দেশের বিদ্যুত ও জ্বালানি চাহিদা পূরণে দেশিয় প্রতিষ্ঠান গুলোর আরো অবদান রাখার সুযোগ সৃষ্টি হয়েছে। সরকারী খাতেরও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার। দেশ এনার্জি কর্ণধার ছিলেন ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হক। তার ছেলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। বিদ্যুত সচিব অনুষ্ঠানে বলেন, দেশ এনার্জি বিদ্যুত কেন্দ্র স্থাপনে এক অনন্য উদাহরণ তৈরি করেছে। বিদ্যুত ক্রয় চুক্তির আগেই কেন্দ্রটি ৫০ ভাগ কাজ শেষ করে ফেলেছে। অন্য বেসরকারী কোম্পানির জন্য বিষয়টি উদাহরণ হতে পারে।
×