ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ সোহরাওয়ার্দী উদ্যানে ইউনাইটেড ইসলামী পার্টির সমাবেশ

প্রকাশিত: ০৭:৫২, ৫ জানুয়ারি ২০১৮

আজ সোহরাওয়ার্দী উদ্যানে ইউনাইটেড ইসলামী পার্টির সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ গণতন্ত্র রক্ষা ও জঙ্গী সন্ত্রাস দমনে আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যাগে সমাবেশ করবে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এক জানুয়ারি অনুমতি পেয়ে সমাবেশের আয়োজন করার কথা জানিয়ছেন দলটির নেতারা। এদিকে বিএনপির পক্ষ থেকেও একই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছিল। এ বিষয়ে পার্টির চেয়ারম্যান মাওলানা মোঃ ইসমাইল হোসাইন জানান, ৫ জানুয়ারি সমাবেশের জন্য প্রশাসনের অনুমতি পেয়েছি। অনুমতি চাওয়ার আগে বিএনপির সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছিল সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে কোনো সমাবেশ করবে না। তিনি আরো জানান, হানাহানি-মারামারি, হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা, জিহাদের নামে বোমাবাজী করে ইসলাম ও ইসলামী ব্যক্তিবর্গকে বিশ্বময় বিতর্কিত করার অপনীতি থেকে মুক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় তিনি সমাবেশ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন রাজনৈতিদক দলের নেতারা সমাবেশে সংহতি বক্তব্য রাখবেন।
×