ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোবট বেবিসিটার

প্রকাশিত: ০৬:৪৭, ৫ জানুয়ারি ২০১৮

রোবট বেবিসিটার

বিভিন্ন দেশে কর্মব্যস্ত মানুষ তাদের কাজের সময় শিশুদের ডে কেয়ার সেন্টারে রেখে যায় বেবিসিটারের তত্ত্বাবধানে। এই বেবিসিটারের ভূমিকায় এবার দেখা যাবে রোবটকে। জাপানের তৈরি এই বেবিসিটার রোবটটি মাত্র ১.৪ মিটার আকার সমৃদ্ধ। শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে রোবটটি। আকারে ছোট হলেও এই রোবটের মধ্যে কিছু স্পেশাল কোড যুক্ত করার মাধ্যমে এটি শিশুদের নাম ও বয়স মনে রাখতে পারবে এবং তাদের সঙ্গে কথাও বলতে পারবে। সেই সঙ্গে শিশুদের চাহিদানুযায়ী বিভিন্ন ধরনের খেলা খেলতে পারবে।
×