ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টাইম ক্যাপসুল

প্রকাশিত: ০৬:৪৭, ৫ জানুয়ারি ২০১৮

টাইম ক্যাপসুল

হিলিয়াম টাইম কলাম মনুমেন্টে চারটি টাইম ক্যাপসুল রয়েছে। স্মৃতিস্তম্ভ নির্মাণের ২৫তম বছর, ৫০তম বছর, শততম বর্ষ ও সহস্রতম বর্ষে একটি করে ক্যাপসুল খোলা হয়। ১৯৯৩ সালে খুলেছে একটি ক্যাপসুল। ২০১৮ সাল হলো হিলিয়াম আবিষ্কারের ১৫০তম এবং স্মৃতিস্তম্ভ নির্মাণের ৫০তম বর্ষ। কাজেই এ বছর খুলবে আরেকটি টাইম ক্যাপসুল। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ১৯৬৮ সালে হিলিয়াম টাইম কলাম মনুমেন্ট নির্মাণ করা হয়েছিল হিলিয়াম গ্যাস আবিষ্কারকে স্মরণীয় করে রাখতে। স্মৃতিস্তম্ভটি নির্মাণের শতবর্ষ আগে ১৮৬৮ সালে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের সন্ধান মেলে। টেক্সাসে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণের কারণ হলো, এখানেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি হিলিয়াম উৎপাদন হয়।
×