ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সবচেয়ে দামী ফুল

প্রকাশিত: ০৬:৩০, ৫ জানুয়ারি ২০১৮

সবচেয়ে দামী ফুল

মানুষ মাত্রই সৌন্দর্যের পূজারী। আর ফুল হচ্ছে সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক। তাই মানুষের সঙ্গে ফুলের সম্পর্ক সেই প্রাচীনকাল থেকেই অত্যন্ত গভীর এবং মধুর। প্রতিদিন জানা-অজানা কত রকম ফুলই আমরা দেখি। কিন্তু বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুলগুলোকে কি আমরা চিনি? আসুন চিনে নেই এমন দুটি ফুল নাইট কুইন/কাডুপুল ফ্লাওয়ার এই ফুলটির সঙ্গে অনেকেই পরিচিত। এর বৈজ্ঞানিক নাম ঊঢ়রঢ়যুষষঁস ড়ীুঢ়বঃধষঁস। কারও কারও বাসায় হয়ত রাতের শোভাবর্ধন করেছে সুগন্ধি এই ফুল। কিন্তু আপনি কি জানেন, এই নাইট কুইনই পৃথিবীর সবচেয়ে দামী ফুল? তবে এর কোন নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা যায়নি, তাই একে বলা হয় অমূল্য ফুল। নাইট কুইনের অমূল্য হওয়ার মূল কারণ, এই ফুলটিকে অক্ষত অবস্থায় ছেঁড়া যায় না। তাছাড়া এই ফুলটি রাতে ফোটে এবং রাতেই ঝরে যায়। নাইট কুইন কখনও সকালে দেখা যায় না। সেজন্যই এ ফুলটিকে বলা হয় রাতের রানী। জুলিয়েট রোজ ভালবাসা শব্দটা যেন গোলাপের স্পর্শ ছাড়া পরিপূর্ণতা পায় না। বিশ্বজুড়েই লাল গোলাপ ভালবাসার প্রতীক হিসেবে সমাদৃত। তবে আপনার সম্ভবত জুলিয়েট রোজের সঙ্গে পরিচয় নেই। যদি থাকত, তবে এটাকেই আপনি ভালবাসার প্রতিশব্দ হিসেবে গ্রহণ করতেন। ২০০৬ সালে চেলসি ফ্লাওয়ার শো-তে সকলের নজর কাড়ে এই গোলাপ। ডেভিড অস্টিন নামের এক কৃষক ১৫ বছর পরিশ্রমের পর এই গোলাপ উদ্ভাবন করেন। জুলিয়েট রোজের অপর নাম থ্রি মিলিয়ন পাউন্ড রোজ। নাম থেকেই এর দাম ধারণা করে নেয়া যায়। হ্যাঁ, এই ফুলটির মূল্য ১৫.৮ মিলিয়ন মার্কিন ডলার! সাত-সতেরো প্রতিবেদক
×