ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শীতে ফ্যাশনেবল লুক

প্রকাশিত: ০৬:২৪, ৫ জানুয়ারি ২০১৮

শীতে ফ্যাশনেবল লুক

আগেকার দিনে ফ্যাশন নিয়ে মানুষের ভাবনা ছিল সংকীর্ণ। দিন বদলেছে, সেইসঙ্গে বদলেছে মানুষের চিন্তা-ভাবনা। এর প্রভাব এসে পড়েছে আমাদের লাইফস্টাইলের ওপর। এখন স্কুল-কলেজ, অফিস কিংবা কোন অনুষ্ঠানে যেতে ফ্যাশন আমাদের নিত্যসঙ্গী। কী পোশাক পরলে, কেমন সাজলে নিজেকে অন্যদের চেয়ে আলাদা লাগবে তা নিয়েই ব্যস্ত ফ্যাশনসচেতনরা। শীতকাল অন্য সব ঋতুর তুলনায় আলাদা। এ সময় গরম কাপড় বিশেষ করে সোয়েটার, চাদর, কোট, ব্লেজার প্রভৃতি পরতেই হয়। এসব পোশাকে যদি শীতের ঠা া এড়ানোর পাশাপাশি দেখতেও ফ্যাশনেবল লাগে তাহলে তো সোনায় সোহাগা। এজন্য শীতকালে স্মার্ট লুকের জন্য বেছে নিন নিজের পছন্দসই আরামদায়ক নানা ফ্যাশনেবল পোশাক। শীতে স্মার্ট লুক পেতে কিছু টিপস- -সাদা কোন পোশাকের সঙ্গে লেদারের জ্যাকেট, ব্লেজার কিংবা কালো রঙ্গের কোন সোয়েটার পরতে পারেন। এতে আপনাকে আকর্ষণীয় দেখাবে। - লম্বা পোশাকের সঙ্গে মিলিয়ে স্কার্ফ এবং বুট জুতা পরে নিন। - চাইলে টুপি, কার্ডিগান, জিন্সের জ্যাকেট ও কোর্টও পরতে পারেন। - আটসাট কোন পোশাকের সঙ্গে মানিয়ে লম্বা বুটওয়ালা জুতাও পরতে পারেন। - সুন্দর আটসাট পোশাক এবং লেইস আপ বুটও যোগ করতে পারেন। এর সঙ্গে উষ্ণতার জন্য মোজা যোগ করতে পারেন। - চাইলে পোশাকের সঙ্গে মিলিয়ে প্যান্টও পরতে পারেন। তবে এমন প্যান্ট পরুন যাতে পায়ের পুরোটাই ঢাকা থাকে। - চমৎকার আটসাট পোশাকের সঙ্গে মিলিয়ে একটি ডেনিম জ্যাকেট পরুন। সঙ্গে বুট তো আছেই। এতেও আপনাকে সুন্দর দেখাবে। - পোশাকে বৈচিত্র্য আনার জন্য যোগ করতে পারেন বেল্ট। এক্ষেত্রে প্যান্ট বা টি-শার্টের সঙ্গে চলছে কোট, জ্যাকেট বা ব্লেজার। আর শাড়ি বা সেলোয়ার-কামিজের সঙ্গে চলছে বিভিন্ন ডিজাইনের শাল। ফ্যাশনের দুনিয়া শুধু মেয়েদের একচেটিয়া দখলে নয়, এখন ছেলেরাও ফ্যাশন নিয়ে অনেক সচেতন। তরুণদের শীতের পোশাকগুলোর মধ্যে সবসময়ই জনপ্রিয় জ্যাকেট। কেউ কেউ আবার হাফ ও ফুল সিøভ সোয়েটারও পরছে। সঙ্গে চলছে বিভিন্ন ব্র্যান্ডের ও বিভিন্ন ডিজাইনের মাফলার ও টুপি। ছেলেরাও শাল পরছে পাঞ্জাবির সঙ্গে। তবে বেশিরভাগ ক্ষেত্রে তাদের একরঙা শাল পরতেই বেশি দেখা যায়। ছেলেরা স্মার্ট লুক পেতে ঘড়িও পরতে পারেন। শীতে স্মার্ট লুক পেতে মেয়েরা পোশাকের সঙ্গে মিলিয়ে কানের দুল পরতে পারেন। এর পাশাপাশি একটি সুন্দর ঘড়ি, স্মার্ট ব্যাগ, ব্রেসলেট ইত্যাদিও রাখতে পারেন। পোশাকের পাশাপাশি এ জিনিসগুলো কিন্তু আপনার স্মার্টনেস প্রকাশে ভূমিকা রাখবে। মডেল : নিহন ছবি : তাছরিফ স্টাইল : টনি
×