ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অনুশীলন ম্যাচে মাশরাফি-সাকিব মুখোমুখি

প্রকাশিত: ০৬:০৬, ৫ জানুয়ারি ২০১৮

অনুশীলন ম্যাচে মাশরাফি-সাকিব মুখোমুখি

স্পোর্টস রিপোর্টার ॥ আর মাত্র ১০ দিন পরই আন্তর্জাতিক ক্রিকেট ব্যস্ততা। ১৫ জানুয়ারি মিরপুরে শুরু হবে জিম্বাবুইয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর কোন প্রতিযোগিতামূলক ওয়ানডে খেলার সুযোগ পায়নি বাংলাদেশের ক্রিকেটাররা। সবাই খেলেছেন টি২০ আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এবং অনেকেই জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) চারদিনের ম্যাচ। এ কারণে আসন্ন ত্রিদেশীয় সিরিজের আগে ঘোষিত প্রাথমিক স্কোয়াড থেকেই দুটি দল ঘোষণা করা হয়েছে ৫০ ওভারের ম্যাচ প্র্যাকটিসের জন্য। শনিবার ওই প্রস্তুতি ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১২ সদস্যের বিসিবি লাল ও বিসিবি সবুজ দল ঘোষণা করেছে। বেলা ১২টায় ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে। লাল দলের অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান আর সবুজ দলের নেতৃত্বে থাকবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিসিবি লাল দল ॥ সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আরিফুল হক, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও আবুল হাসান রাজু। বিসিবি সবুজ দল ॥ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাজমুল ইসলাম শান্ত, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, মুস্তাফিজুর রহমান ও নাজমুল ইসলাম অপু।
×