ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিমোনা হ্যালেপের জয়

শেনঝেন ওপেনের শেষ চারে শারাপোভা

প্রকাশিত: ০৬:০৫, ৫ জানুয়ারি ২০১৮

শেনঝেন ওপেনের শেষ চারে শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন মারিয়া শারাপোভা। দুর্দান্ত খেলেই শেনজেন ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। বৃহস্পতিবার তৃতীয়পর্বের ম্যাচে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা ৬-৩ এবং ৬-৩ গেমে পরাজিত করেন কাজাখস্তানের জেরিনা ডায়াসকে। বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৫৯ নাম্বারে অবস্থান করছেন মারিয়া শারাপোভা। অন্যদিকে জেরিনা ডায়াস ৩৩ নাম্বারে। তবে প্রতিপক্ষকে তুলনামূলক সহজেই পরাজিত করেছেন রাশিয়ান তারকা। যদিওবা নিজের পারফর্মেন্সে খুব একটা সন্তুষ্ট নন তিনি। তারপরও সেমিফাইনালের টিকেট কাটার আনন্দে ভাসছেন শারাপোভা। কোর্টে দেয়া এক সাক্ষাতকারে এ প্রসঙ্গে শারাপোভা নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এই ম্যাচের শেষে আমি জয়ী এটা ভেবেই খুব আনন্দ হচ্ছে। কেননা এখানে আমার সেরা খেলাটা খেলতে পারিনি। এখানে পরবর্তীতে আরও অনেক ভাল করতে হবে। তবে আমার কাছে এটা ভাবতেই অসাধারণ লাগছে যে, আগামীকাল আবারও এখানে খেলার সুযোগ পাচ্ছি।’ গত কয়েক মাসের মধ্যে চীনে এটা শারাপোভার চতুর্থ সফর। এখানে তিনি আরও অনেকবার খেলার ব্যাপারে আশাবাদী। এ বিষয়ে মাশা বলেন, ‘গত কয়েক মাসের মধ্যে চীনে এটা আমার চতুর্থ সফর। এবারের সফরটা খুবই ভাল লাগছে। এখানে আমাকে দারুণভাবেই স্বাগত জানানো হয়েছে। এই টুর্নামেন্টে আরও অনেক বছর খেলে যেতে চাই।’ তবে কঠিন পরীক্ষাটাই তার সেমিফাইনালে। কেননা পরের ম্যাচে তাকে খেলতে হবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন এবং ষষ্ঠ বাছাই ক্যাটেরিনা সিনিয়াকোভার বিপক্ষে। বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা ৬-২ এবং ৬-২ গেমে পরাজিত করেছেন তারই স্বদেশী ক্রিস্টিনা পিসকোভাকে। গত এক দশকেরও বেশি সময় ধরে টেনিস কোর্টের আলোচিত নাম মারিয়া শারাপোভা। সুদীর্ঘ ক্যারিয়ারে পাঁচটি গ্র্যান্ডস্লাম জয়ের পাশাপাশি রূপ-সৌন্দর্য গুণেও ভক্ত-অনুরাগীদের হৃদয়ে আলাদা করে জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু ২০১৬ সালের শুরুতেই গোটা টেনিস বিশ্বকে অবাক করে ডোপ টেস্টে পজিটিভ হন রাশিয়ান তারকা। এর ফলে ১৫ মাসের জন্য নিষিদ্ধ হন টেনিস থেকে। দীর্ঘ সময় নিষেধাজ্ঞার পর গত বছরের এপ্রিলেই কোর্টে ফেরেন তিনি। ফেরার পর বেশ কয়েকটি টুর্নামেন্টেই অংশগ্রহণ করেছেন মাশা। তবে সাফল্য কেবল তিয়ানজিন ওপেনে। তবে নতুন মৌসুমে নতুন উদ্যমে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। শেনজেন ওপেনের শেষ চারের টিকেট কেটে যেন ঠিক সেটারই ইঙ্গিত দিলেন শারাপোভা। এই টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেট কাটলেন সিমোনা হ্যালেপও। রোমানিয়ার এই টেনিস তারকা এদিন ৬-২ এবং ৬-২ গেমে হারান এ্যারিনা সাবালেঙ্কাকে। গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে হ্যালেপের। বড় কোন শিরোপা জিততে না পারলেও বছরজুড়েই টেনিস কোর্টে আলো ছড়িয়েছিলেন তিনি। তার ফল পেয়েছেন র‌্যাঙ্কিংয়েও। প্রথমবারের মতো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেন সিমোনা হ্যালেপ। এ মাসের মাঝামাঝি সময়েই শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম এই টুর্নামেন্টেও ফেবারিটের তকমাটা গায়ে মাখানো তার। সেক্ষেত্রে শেনঝেন ওপেনটাই অগ্নিপরীক্ষা। কেননা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পারলে স্বাভাবিকভাবেই যে মেলবোর্নে অতিরিক্ত আত্মবিশ্বাস সঙ্গে থাকবে তার।
×