ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের শিরোপা দৌড়ে এগিয়ে যাবে কে?

ঢাকা আবাহনী-শেখ জামাল ভাগ্য নির্ধারণী লড়াই আজ!

প্রকাশিত: ০৬:০৪, ৫ জানুয়ারি ২০১৮

ঢাকা আবাহনী-শেখ জামাল ভাগ্য নির্ধারণী লড়াই আজ!

রুমেল খান ॥ ধানমন্ডি এলাকায় অবস্থিত ফুটবল ক্লাব দুটি। একটি ঢাকা আবাহনী লিমিটেড। আরেকটি শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। একটি দর্শক সমর্থনপুষ্ট, ঐতিহ্যবাহী এবং স্বাধীনতার পর বাংলাদেশের ফুটবলে আধুনিক ধাঁচের খেলার প্রবর্তক। আরেকটি অল্প সময়ের মধ্যেই ঈর্ষণীয় সাফল্য পাওয়া দল। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে আজ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা পৌনে ৭টায় দলদুটি মুখোমুখি হবে। এক কথায় বলা যেতে পারে আজ হতে যাচ্ছে ‘ধানমন্ডি ডার্বি’। বাংলাদেশ স্বাধীন হবার আগে ঢাকার ফুটবলে একচ্ছত্র আধিপত্য ছিল ওয়ান্ডারার্স এবং মোহামেডানের। দেশ স্বাধীন হবার পর নব্বই দশকের শেষ পর্যন্ত রাজত্ব করেছে মোহামেডান-আবাহনী। প্রতিষ্ঠার মাত্র ছয় বছরের মধ্যে গত চার-পাঁচ বছর ধরেই এককভাবে দৌর্দ- প্রতাপ চালিয়ে যাচ্ছে আরেকটি ফুটবল ক্লাব, ‘বেঙ্গল ইয়োলোস’ খ্যাত শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। দশম পেশাদার লীগের একবিংশ রাউন্ড শুরু হচ্ছে আজ থেকে। ২২ রাউন্ডে শেষ হবে এবারের লীগ। পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে করে বলা মুশকিল কে হবে এবারের লীগ চ্যাম্পিয়ন? তবে নিশ্চিত, শিরোপা জিততে যাচ্ছে পুরনো একটি দলই। কেননা ঢাকা আবাহনী এর আগে পেশাদার লীগ জিতেছে পাঁচবার (পেশাদারপূর্ব যুগে ১২ বার, সর্বমোট ১৭ বার) আর শেখ জামাল তিনবার। তবে আজকের ‘হাইভোল্টেজ’ ম্যাচের পর অনেকটাই নিশ্চিত হয়ে যাবে কে জিতবে শিরোপা। এর আগে বিকাল সাড়ে ৪টায় দুইবারের লীগ চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে তলানির দল ফরাশগঞ্জ। লীগের প্রথম লেগে আবাহনী-জামাল ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। গত লীগে হেড টু হেডে উভয় দল মুখোমুখি হয় ২ ম্যাচে। প্রথম লেগে ৩-৩ ড্র করে উভয় দল। ফিরতি লেগে অবশ্য ৩-২ গোলে জিতেছিল আবাহনী। ২০ রাউন্ড শেষে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ‘দ্য স্কাই ব্লু’ খ্যাত আবাহনী। ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে শেখ জামাল। ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চট্টগ্রাম আবাহনী। শিরোপা রেস থেকে তারা বলতে গেলে ছিটকেই গেছে বন্দরনগরীর দলটি। যদিও আজ ঢাকা আবাহনী ৩ পয়েন্ট পেলেই চুকে যাবে সব জল্পনা-কল্পনা। আজ যদি তারা জেতে তাহলে তাদের পয়েন্ট হবে ৫১। এক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে জিতলেও লাভ নেই জামালের। রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হবে তাদের (৪৭+৩= ৫০ পয়েন্ট)। তবে আজ যদি জামাল জেতে তাহলে তাদের পয়েন্ট হবে ৫০। সেক্ষেত্রে ঢাকা আবাহনী নিজেদের শেষ ম্যাচে জয় পেলে তাদের পয়েন্ট হবে ৫১। তখন শেষ রাউন্ডে জামাল জিতলে তারাই চ্যাম্পিয়ন হবে (৫০+৩= ৫৩ পয়েন্ট)। তবে নিজেদের শেষ ম্যাচে ড্র করলে তখন আবার বাধবে গোল। আবারও নানা সমীকরণের চক্কর। তবে এসবের কিছুই হবে না যদি ঢাকা আবাহনী আজই তিন পয়েন্ট পেয়ে যায়। এবার আসা যাক চট্টগ্রাম আবাহনী প্রসঙ্গে। ৪৩ পয়েন্ট নিয়ে যারা আছে তিন নম্বরে, বেকায়দায়। কিন্তু তারপরও তাদেরও ক্ষীণ হলেও আছে শিরোপা জেতার সম্ভাবনা। কিন্তু সেটা আবার কিভাবে? যদি জামাল-ঢাকা আবাহনী ম্যাচ ড্র হয় তাহলে আবাহনীর পয়েন্ট হবে ৪৯, আর জামালের ৪৮। তখন চট্টলার দলটি যদি নিজেদের শেষ দুই ম্যাচে বড় ব্যবধানে জেতে আর জামাল নিজেদের শেষ ম্যাচে হারে তাহলেই চট্টগ্রাম আবাহনীর সুযোগ থাকছে চ্যাম্পিয়ন হবার। যদিও সেটা হবে খুবই কঠিন। কেননা ২১তম রাউন্ডে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং আর শেষ রাউন্ডে ঢাকা আবাহনী। আর এসব সমীকরণের প্রয়োজনই হবে না আজ জামাল অথবা ঢাকা আবাহনী জিতে গেলে। আজকের দ্বৈরথ নিয়ে আবাহনীর অধিনায়ক-ডিফেন্ডার মামুন মিয়া বলেন, ‘এই ম্যাচে তিন পয়েন্ট পেলেই ষষ্ঠবারের মতো শিরোপা জিততে পারব। অবশ্যই আজকের ম্যাচে শেখ জামালকে হারিয়ে তিন পয়েন্ট পেতে চাই আমরা।’ মামুন আরও যোগ করেন, ‘এবারের লীগটা খুব জমজমাট হয়েছে। লীগটা প্রথম থেকেই খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। শিরোপা রেসে ৫টি দল লড়াই করেছে। আমাদের একমাত্র লক্ষ্য যে করেই হোক শিরোপা জয় করা। যেহেতু আমরা বর্তমান চ্যাম্পিয়ন, তাই আমাদের নিয়ে সমর্থকদের প্রত্যাশাটাও বেশি। সে জন্যই এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। শেখ জামাল ভাল দল। আশা করছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হবে।’ এই মৌসুমে আগের মতো আর শক্তিশালী দল গঠন করতে পারেনি শেখ জামাল। তারপরও তারা আছে তৃতীয় স্থানে। দলের নির্ভরযোগ্য গাম্বিয়ান মিডফিল্ডার মমোদৌ বাও মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে। পয়েন্ট ও শক্তিতে একটু পিছিয়েই প্রতিপক্ষের চেয়ে। তারপরও আজকের ম্যাচে হারার আগে হারতে চায় না তারা। দলীয় অধিনায়ক-ডিফেন্ডার দিদারুল হক জানান, ‘লীগের শুরু থেকে আমরা ছিলাম আন্ডারডগ। এতটা ওপরে আসতে পারব সেটা প্রত্যাশা ছিল না। শিরোপার এতো কাছে এসে হারাতে চাই না। তাই আবাহনীর বিরুদ্ধে আমাদের একমাত্র লক্ষ্য থাকবে তিন পয়েন্ট অর্জন করা। আবাহনী অবশ্যই সহজ প্রতিপক্ষ হবে না। তবে প্রতিপক্ষ কে সেটার দিকে নজর না দিয়ে আমরা মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাই।’ ২০১০ সালে ধানম-ি ক্লাবটি শেখ জামাল ধানম-ি ক্লাব নামে আত্মপ্রকাশ করে। এ পর্যন্ত জিতেছে ৯টি শিরোপা। রানার্সআপ হয়েছে পাঁচবার। এর একটি লীগে (২০১২-১৩)। সাফল্যের ৯টির মধ্যে তিনটি হচ্ছে লীগ শিরোপা (২০১০-১১, ২০১৩-১৪ এবং ২০১৪-১৫)। পক্ষান্তরে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত আবাহনীকে বলা হয় স্বাধীন বাংলাদেশের আধুনিক ফুটবলের ধারক-বাহক। পেশাদার পর্যায়ের প্রিমিয়ার লীগ শুরুর পর এ পর্যন্ত নয়বারের মধ্যে ৫ বারই চ্যাম্পিয়ন হয়েছে তারা (২০০৭, ২০০৮-০৯, ২০০৯-১০, ২০১২ এবং ২০১৬)। একবার হয়েছে রানার্সআপ (২০১৩-১৪)। এখন দেখার বিষয়- আজকের হাইভোল্টেজ ম্যাচের ফল কি হয়।
×