ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেরা আরচার চ্যাম্পিয়ন দলের রোকসানা, রিকার্ভে পুরুষ দলীয়তে বিকেএসপি ও কম্পাউন্ড পুরুষ এককে আনসারের মিলনের রেকর্ড

জাতীয় আরচারিতে চ্যাম্পিয়ন ঢাকা আর্মি ক্লাব

প্রকাশিত: ০৬:০২, ৫ জানুয়ারি ২০১৮

জাতীয় আরচারিতে চ্যাম্পিয়ন ঢাকা আর্মি ক্লাব

স্পোর্টস রিপোর্টার ॥ ‘তীর জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপে’র নবম আসর টঙ্গীর আরচারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে শেষ হয়েছে বৃহস্পতিবার। এতে ঢাকা আর্মি আরচারি ক্লাব চ্যাম্পিয়ন, তীরন্দাজ সংসদ রানার্সআপ এবং বিকেএসপি তৃতীয় স্থান অধিকার করেছে। চ্যাম্পিয়ন দলের রোকসানা আক্তার ব্যক্তিগতভাবে ৩টি স্বর্ণপদক জয় করে আসরের সেরা আরচার হিসেবে নির্বাচিত হন। আগের (অষ্টম) আসরে পদক তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছিল যথাক্রমে বাংলাদেশ সেনাবাহিনী, ঢাকা তীরন্দাজ সংসদ এবং বাংলাদেশ আনসার। এবারের আসরে ঢাকা আর্মি আরচারি ক্লাব লাভ করে মোট ৯টি পদক। রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্ট মিলে ৫ স্বর্ণ এবং ৪ রৌপ্যপদক অর্জন করে। রানার্সআপ তীরন্দাজ সংসদ তাদের চেয়ে ১টি পদক বেশি পায় (১০টি)। সবমিলিয়ে তারা পায় ২ স্বর্ণ, ৩ রৌপ্য এবং ৫ তাম্রপদক। বিকেএসপির সংগ্রহ ৫ পদক (২ স্বর্ণ, ২ রৌপ্য ও ১ তাম্রপদক)। এছাড়া চতুর্থ স্থানে থাকা বাংলাদেশ আনসার পায় ৫ পদক (১-০-৪)। পঞ্চম হয় এএসপিটিএস আরচারি ক্লাব (০-১-০)। সমাপনী দিনে রিকার্ভ পুরুষ দলীয়তে বিকেএসপি সর্বোচ্চ ১৯৩৭ স্কোর করে ২০১৪ সালের রেকর্ড (১৮২৪ স্কোর) ভেঙ্গে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করে। এছাড়াও কম্পাউন্ড পুরুষ এককে বাংলাদেশ আনসারের মিলন মোল্লা সর্বোচ্চ ৬৮৫ স্কোর করে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করেন। সমাপনী দিনের সব ম্যাচই ছিল পদকের ম্যাচ। রিকার্ভ পুরুষ এককে রোমান সানা সুজন (আনসার) ৭-৩ পয়েন্টে শেখ সজিবকে (বিকেএসপি) হারিয়ে স্বর্ণ, তামিমুল ইসলাম (বিকেএসপি) ৭-১ পয়েন্টে ইব্রাহিম শেখ রেজোয়ানকে (তীরন্দাজ সংসদ) হারিয়ে তাম্র, মহিলা এককে বিউটি রায় (তীরন্দাজ সংসদ) ৭-৩ পয়েন্টে নাসরিন আক্তারকে (ঢাকা আর্মি আরচারি ক্লাব) হারিয়ে স্বর্ণ, ইতি খাতুন (তীরন্দাজ সংসদ) ৬-৪ পয়েন্টে রাবেয়া খাতুনকে (বিকেএসপি) হারিয়ে তাম্র; কম্পাউন্ড পুরুষ এককে আশিকুজ্জামান (তীরন্দাজ সংসদ) ১৪৩-১৩৮ পয়েন্টে রতন মিয়াকে (ঢাকা আর্মি আরচারি ক্লাব) হারিয়ে স্বর্ণ, অসীম কুমার দাস (তীরন্দাজ সংসদ) ১৪২-১৩২ পয়েন্টে সুমন কুমার দাসকে (এএসপিটিএস) হারিয়ে তাম্র, রোকসানা আক্তার (ঢাকা আর্মি আরচারি ক্লাব) ১৪০-১৩৯ পয়েন্টে সুস্মিতা বণিককে (ঢাকা আর্মি আরচারি ক্লাব) হারিয়ে স্বর্ণ, বিপাশা আক্তার (তীরন্দাজ সংসদ) ১০০-৯৫ পয়েন্টে বন্যা আক্তারকে (আনসার) হারিয়ে তাম্র; রিকার্ভ পুরুষ দলগতভাবে বিকেএসপি (হাকিম আহমেদ রুবেল, শেখ সজিব ও তামিমুল ইসলাম) ৫-১ পয়েন্টে তীরন্দাজ সংসদকে (ইব্রাহিম শেখ রেজোয়ান, সাকিব মোল্লা ও আব্দুল্লাহ্ আল-মামুন) হারিয়ে স্বর্ণ, বাংলাদেশ আনসারের (রোমান সানা সুজন, ইমদাদুল হক মিলন ও শাহ আলমগীর) ৬-২ পয়েন্টে ঢাকা আর্মি আরচারি ক্লাবকে (তোফাজ্জল হোসেন, মিজানুর রহমান ও আব্দুল্লাহ্ আল-মামুন) হারিয়ে তাম্র, মহিলা দলগতভাবে ঢাকা আর্মি আরচারি ক্লাব (শ্যামলী রায়, নাসরিন আক্তার ও ইসরাত জাহান) ৫-৩ পয়েন্টে বিকেএসপিকে (রাদিয়া আক্তার শাপলা, রাবেয়া খাতুন ও হীরা মণি) হারিয়ে স্বর্ণ, বাংলাদেশ আনসারের (নাজমিন খাতুন, মাথুই প্রু মারমা ও আফরোজা আক্তার সাথী) ৫-৩ পয়েন্টে এএসপিটিএসকে (কানিজ ফাতেমা নিপা, খাদিজা ও সুরমা) হারিয়ে তাম্র; মিশ্র দলগতভাবে বিকেএসপি (রাদিয়া আক্তার শাপলা ও তামিমুল ইসলাম) ৫-১ পয়েন্টে ঢাকা আর্মি আরচারি ক্লাবকে (তোফাজ্জল হোসেন ও নাসরিন আক্তার) হারিয়ে স্বর্ণ, তীরন্দাজ সংসদ (ইব্রাহিম শেখ রেজোয়ান ও বিউটি রায়) টাইব্রেকারে ৪*-৪ পয়েন্টে আনসারকে (রোমান সানা সুজন ও নাজমিন খাতুন) হারিয়ে তাম্র, কম্পাউন্ড পুরুষ দলগতভাবে ঢাকা আর্মি আরচারি ক্লাব (রতন মিয়া, জাবেদ আলম ও মামুন মিয়া) ২১৭-২১৪ পয়েন্টে এএসপিটিএস আরচ্যারি ক্লাবকে (সুমন কুমার দাস, মিঠু রহমান ও অলিউল ইসলাম) হারিয়ে স্বর্ণ, তীরন্দাজ সংসদ (আশিকুজ্জামান অনয়, অসীম কুমার দাস ও মোহাম্মদ হাসান) ২২৩-২২০ পয়েন্টে বিজিবিকে (সামছু উদ্দিন, এহসান আহমেদ ও নাজমুল হুদা) হারিয়ে তাম্র; মহিলা দলগতভাবে ঢাকা আর্মি আরচারি ক্লাব (সুস্মিতা বণিক, রোকসানা আক্তার ও কানিজ ফাতেমা নিপা) ২২০-১৮৯ পয়েন্টে তীরন্দাজ সংসদকে (বিপাশা আক্তার, উম্মে চিং মারমা ও মাহমুদা আক্তার) হারিয়ে স্বর্ণ, আনসার (বন্যা আক্তার, শিউলি আক্তার ও সুমা বিশ্বাস) ১৯৯-১৮৮ পয়েন্টে এএসপিটিএস আরচারি ক্লাবকে (নাদিরা খাতুন, বন্যা মির্জা ও রাফেজা আক্তার) হারিয়ে তাম্র; মিশ্র দলগতভাবে ঢাকা আর্মি আরচারি ক্লাব (রোকসানা ও রতন মিয়া) ১৪৬-১৩৮ পয়েন্টে তীরন্দাজ সংসদকে (মাহমুদা আক্তার ও অসীম কুমার দাস) হারিয়ে স্বর্ণ, আনসার (সুমা বিশ্বাস ও মিলন মোল্লা) ১৪৫-১২১ পয়েন্টে এএসপিটিএসকে (সুমন কুমার দাস ও বন্যা মির্জা) হারিয়ে তাম্রপদক লাভ করে। বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মইনুল ইসলাম (অব) প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) শোয়েব মোঃ আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন আরচারি ফেডারেশনের সহ-সভাপতি আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল প্রমুখ।
×