ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ভাল সম্ভাবনা দেখছেন সাকিব

প্রকাশিত: ০৫:৫৮, ৫ জানুয়ারি ২০১৮

বাংলাদেশের ভাল সম্ভাবনা দেখছেন সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হয়েছিলেন সাকিব আল হাসান। এবার ক্রিকেটের নিয়ম-কানুন, আইন প্রণয়নকারী সংস্থাটির সভায় অংশ নিতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। যেখানে আগামী ৯ ও ১০ জানুয়ারি সিডনিতে বসবে সভা। আর সাকিব দেশ ছাড়বেন ৭ জানুয়ারি। এ সভায় যোগ দেয়ার আগে রোমাঞ্চিত সাকিব। সেই সঙ্গে আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিয়েও বৃহস্পতিবার অনুশীলন শেষে বাংলাদেশের সম্ভাবনার কথাই জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। বলেছেন, ‘আমরা তো মনে করি আমাদের খুব ভাল সম্ভবনাই আছে। কিন্তু দুইটা দলই ভাল। কেউই খারাপ না। আর যেহেতু দুইটা দলই আমাদের খেলোয়াড় এবং কন্ডিশন সম্পর্কে ভাল জানে তাই আমার মনে হয় কঠিন প্রতিদ্বন্দ্বিতাই হবে। তবে যেহেতু আমরা অনেক ভাল একটা দলে পরিণত এখন, তাই আমাদের ভাল করার সম্ভবনাই অনেক বেশি। রোলগুলোই সবাই প্লে করার চেষ্টা করবে। যদি ওইটা ঠিকভাবে করতে পারি তাহলে অবশ্যই আমরা সাফল্য পাব।’ সাকিবসহ নতুন চার সদস্য নিয়ে গত ১ অক্টোবর থেকে শুরু হয়েছে বর্তমান এমসিসি কমিটির দায়িত্ব। পাশাপাশি এবার কমিটিতে নতুন সদস্য নিউজিল্যান্ড মেয়েদের দলের ক্রিকেটার সুজি বেটস। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ও বর্তমানে ধারাভাষ্যকার ইয়ান বিশপ। শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও বর্তমানে আম্পায়ার কুমার ধর্মসেনা। ১৪ সদস্যের কমিটিতে বাকিরা হলেন- মাইক গ্যাটিং, ভিন্স ফন ডার বাইল, ব্রেন্ডন ম্যাককালাম, রমিজ রাজা, জন স্টিভেনসন, কুমার সাঙ্গাকারা, সৌরভ গাঙ্গুলী, রড মার্শ, রিকি পন্টিং ও টিম মে। কমিটির বর্তমান চেয়ারম্যান সাবেক ইংলিশ অধিনায়ক মাইক গ্যাটিং। সাকিবকে অভিনন্দন জানিয়ে গ্যাটিং বলেছিলেন, ‘কমিটিতে আসা প্রথম বাংলাদেশী সাকিব। বিশ্ব ক্রিকেটের সব সংস্করণেই তার ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা আছে। আমাদের প্রত্যাশা, কমিটিতে এসে অন্য নতুনদের সঙ্গে তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’ সাকিব এ নিয়ে বলেন, ‘রোমাঞ্চিত অবশ্যই। আমার কাছে মনে হয় এটা অনেক বড় সম্মাননা। পাশাপাশি দায়িত্বও। এর আগে যখন এই মিটিং হয়েছে তখন বাংলাদেশের কেউ ছিল না। আমরা কি সুবিধা পাই কিংবা কি অসুবিধা মোকাবেলা করি এসব নিয়ে ওদের ধারণা কম থাকত। যেগুলো আমি হয়তো শেয়ার করতে পারব।’ সঙ্গে এ নিয়ে আরও বলেন, ‘ওইখানে দুইদিন যে মিটিং হবে দুইদিনের এজেন্ডা সব দেয়া আছে। বাইরে যদি আলোচনার সুযোগ আসে তবে সেটা করা যাবে। কিন্তু এখন পর্যন্ত যেটা করা আছে ওইখানে স্পেসিফিকভাবে বলা আছে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে এবং ওইগুলো নিয়েই আলোচনা হবে।’
×