ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাণিজ্যমেলায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগ

প্রকাশিত: ০৫:৫৫, ৫ জানুয়ারি ২০১৮

বাণিজ্যমেলায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগ উঠেছে বিদেশী প্যাভিলিয়নগুলোর বিরুদ্ধে। মেলায় ইরান, ভারত ও পাকিস্তানী প্যাভিলিয়নের কয়েকটি স্টলে দেখা যায়, বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ টয়লেট্রিজ পণ্য, শিশুখাদ্য সামগ্রী সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল দাবি করে, শীঘ্র্রই এসব পণ্য প্রদর্শনী থেকে সরিয়ে ফেলা হবে বলে জানান স্টল মালিকরা। তবে বিদেশী প্রতিষ্ঠানগুলোর এ ধরনের ত্রুটিকে অগ্রহণযোগ্য বলছেন ক্রেতারা। বিষয়টি আমলে নিয়ে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে মেলা কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানান তারা।
×