ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কর আদায় চান এনবিআরের নতুন চেয়ারম্যান

প্রকাশিত: ০৫:৫৩, ৫ জানুয়ারি ২০১৮

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কর আদায় চান এনবিআরের নতুন চেয়ারম্যান

অর্থনৈতিক রিটেপার্টার ॥ জোর করে নয়, সৌহার্দপূর্ণ পরিবেশে ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান মোশররফ হোসেন ভূঁইয়া। বৃহস্পতিবার এনবিআরে প্রথম দিনের মতো যোগ দিয়ে সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময়ে তিনি এমন কথা বলেন। এ সময় তিনি দেশের যেসব ধনী ব্যক্তিরা কর দেন না তাদের খুঁজে বের করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আমাদের একটা হৃদ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে। আমরা তাদের কাছ থেকে এক্সট্র্যাক্ট করব, এই এ্যাটিটিউড না। আমরা ন্যয্যভাবে সরকারের যেটা পাওনা, সেটা আদায় করে নেব। তিনি বলেন, আমরা যদি সৎ থাকি, দেশেরও কাজ হবে, আমার নিজেরও কাজ হবে, আমার পরিবারের জন্যও সেটা মঙ্গলজনক হবে। আমাদের দেশের জন্য মঙ্গলজনক হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা অনেক বড় বড় ব্যবসায়ীর নাম শুনি, তাদের প্রভাব-প্রতিপত্তি জানি। কিন্তু কর দেয়ার ক্ষেত্রে তারা সবার পেছনে থাকেন। এ কারণে বড় বড় আলোচিত এসব ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে হবে। আমরা তাদের সম্মান জানাতে চাই। রাজধানীর আবাসিক বাড়ি মালিক প্রত্যেকের যাতে ট্যাক্স ফাইল হয় সে ব্যাপারে এনবিআর কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখার আহ্বানও জানান তিনি। বগুড়ায় ‘কর বাহাদুর’ সম্মান পাওয়া তার এক বন্ধুর উদাহারণ টেনে এনবিআর চেয়ারম্যান বলেন, বিভিন্ন জেলায় যারা কর বাহাদুর হয়েছেন, সেসব জেলায় তাদের চেয়েও বড় বড় ব্যবসায়ী আছেন। কিন্তু কর দেয়ার তালিকাতে তাদের নাম খুঁজেই পাওয়া যায় না। এ কারণে তাদের খুঁজে বের করতে হবে। কর্মকর্তাদের উদ্দেশে চেয়ারম্যান বলেন, এনবিআর হবে ব্যবসাবান্ধব অফিস। দেশে যদি ব্যবসা ভাল চলে তাহলে আপনা-আপনিই রাজস্ব বাড়বে। বেশি মানুষকে করনেটের আওয়াত আনার যে প্রচেষ্টা রয়েছে তা চালু থাকবে। উল্লেখ্য, এনবিআরের সাবেক চেয়ারম্যান ও বর্তমান মূখ্য সচিব নজিবুর রহমানও একইভাবে কর আদায়ের পক্ষে ছিলেন।
×