ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দীর্ঘদিন পর লেখা নিয়ে ফিরছেন অরুন্ধতী রায়

প্রকাশিত: ০৫:৪৬, ৫ জানুয়ারি ২০১৮

দীর্ঘদিন পর লেখা নিয়ে ফিরছেন অরুন্ধতী রায়

ভারতীয় লেখিকা অরুন্ধতী রায় দু’দশকের বিরতির পর পুনরায় উপন্যাস নিয়ে আসছেন। শীতের এক বিকেলে পুরান দিল্লীর এক কাফেতে বসে বলছিলেন তার পরিকল্পনার কথা। ৫৬ বছর বয়সী এই লেখিকা কথা প্রসঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি বলেন, বিরুদ্ধ মতাবলম্বীরা যে কোন সময় হামলার শিকার হতে পারে এমন একটা বিশ্বে যুক্তির তরবারি কোষমুক্ত করার কোন পরিকল্পনা তার নেই। এএফপি। ভারতের আর্থ-সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে অরুন্ধতী স্পষ্ট ভাষায় নিজের মতামত তুলে ধরেন। যে কারণে তিনি একজন প্রতিবাদী লেখিকা হিসেবে পরিচিত। কাশ্মীর প্রসঙ্গে, মাওবাদী বিদ্রোহীদের প্রতি সহমর্মিতা, সাম্প্রদায়িক উত্তেজনা ও পরিবেশগত কর্মকা- নিয়ে নিজস্ব মতবাদ তুলে ধরায় তাকে নানা ধরনের হেনস্থার শিকার হতে হয়েছে। নিজস্ব বক্তব্য স্পষ্ট ভাষায় উপস্থাপন করেন বলে তিনি অনেকের বিশেষ করে শাসক গোষ্ঠীর কাছে চক্ষুশূল। একজন ভারতীয় হয়েও যখন তিনি কাশ্মীরি জনগোষ্ঠীর প্রতি সহানুভূতিমূলক কথা বলেন, তখন তার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনা হয়। শ্রেণী ও লিঙ্গ বৈষম্য এবং সমাজের বর্ণপ্রথা নিয়ে খোলামেলা কথা বলায় তিনি দেশের অভিজাত গোষ্ঠীর বিরাগভাজন হন। সার্বিক অবস্থার কথা বর্ণনা করে অরুন্ধতী বলেন, ‘আমি বহুবার এত ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম যে, আমি বার বার প্রতিজ্ঞা করেছি এ ধরনের লেখা আর লিখব না। কিন্তু পরিস্থিতির চাপে আমি অনাচার সহ্য করতে না পেরে আবার লেখা শুরু করি। সিরীয় খ্রীস্টান পিতা ও বাঙ্গালী হিন্দু মাতার সন্তান অরুন্ধতী রায় প্রথম জীবনে টিভি, সিনেমার সংলাপ ও চিত্রনাট্য রচনা ও নেপথ্য কণ্ঠ দেন। ১৯৯৭ সালে দ্য গড অব স্মল থিংস উপন্যাস তাকে লাইম লাইটে নিয়ে আসে। বইটির ৬০ লাখের ওপর কপি বিক্রি হয় এবং মাত্র ৩৬ বছর বয়সে তাকে বিশ্বের নামী-দামী লেখকদের সারিতে এনে দাঁড় করায়। বইটি তাকে বুকার পুরস্কার এনে দেয়।
×