ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিবিএ নেতাদের অভিযোগ

প্রকাশিত: ০৫:৪২, ৫ জানুয়ারি ২০১৮

সিবিএ নেতাদের অভিযোগ

বাংলাদেশ টিএ্যান্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন (সিবিএ) নেতারা অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কয়েকজন কর্মকর্তা বিটিসিএল থেকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কর্মচারীদের বিতাড়িত করতে ব্যাপক তৎপরতা শুরু করেছে। এতদিন বদলি ও হয়রানির পর এখন বেনামে পোস্টার-লিফলেট বিতরণ শুরু করেছে। নতুন মন্ত্রীকে বিভ্রান্ত করাই এর লক্ষ্য। তারা অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছেন। বুধবার বিকেলে সিবিএ কেন্দ্রীয় কার্যালয়ে মোহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এসএম এ মুকিত হিরু, ফারুক আহম্মেদসহ কেন্দ্রীয় নেতারা এতে বক্তৃতা করেন। -বিজ্ঞপ্তি ফখরুদ্দিন বিরিয়ানি, সিটি শর্মাকে জরিমানা স্টাফ রিপোর্টার ॥ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে রাজধানীর শ্যামলীতে অবস্থিত ফখরুদ্দিন বিরিয়ানি ও সিটি শর্মা হাউজকে জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। এদিকে একই সময় সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকার প্রায় দুই শতাধিক ফুটপাথের দোকান উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডিএনসিসির অঞ্চল-৫-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমান এ অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিয়র রহমান জানান, সকাল থেকে সোহরাওয়ার্দী হাসপাতাল সংলগ্ন নতুন সড়কটি থেকে ফুটপাথের অবৈধ দুই শতাধিক টংঘর উচ্ছেদ করা হয়েছে। এছাড়া নোংরা পরিবেশে খাবার বিক্রির দায়ে ভোক্তা সংরক্ষণ আইনে সিটি শর্মাকে ১৫ হাজার ও ফখরুদ্দিন বিরিয়ানি হাউজকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
×