ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের জন্য ভারত সরকারের স্কলারশিপ

প্রকাশিত: ০৫:৪২, ৫ জানুয়ারি ২০১৮

শিক্ষার্থীদের জন্য ভারত সরকারের স্কলারশিপ

কূটনৈতিক রিপোর্টার ॥ ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ঘোষণা করেছে ভারতীয় কাউন্সিল অব কালচারাল রিলেশন্স (আইসিসিআর)। মেডিসিন ছাড়া অনেকগুলো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এ স্কলারশিপ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চিকিৎসা বিজ্ঞান ছাড়া স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের এই বৃত্তি দেয়া হবে। আইসিসিআর এখন পর্যন্ত তিন হাজারের বেশি বাংলাদেশী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করেছে। ইংরেজীতে দক্ষ এবং ইতোমধ্যে উত্তীর্ণ হওয়া পরীক্ষায় যেসব শিক্ষার্থীরা গড়ে ৬০ শতাংশেরও বেশি নাম্বার (জিপিএ-৫ এর মধ্যে জিপিএ-৩) পেয়েছেন, তারা এ স্কলারশিপে আবেদন করতে পারবেন। আবেদন ফরমসহ স্কলারশিপের যাবতীয় তথ্য বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। ঢাকার ভারতীয় দূতাবাসের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করার পর তা পূরণ করে (অবশ্যই টাইপিং, হাতে লেখা নয়) ছবি, স্বাক্ষরযুক্ত করে (পিডিএফ আকারে) অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ হাইকমিশনের ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী শাখার ই-মেইলে পাঠাতে হবে। আবেদন পাঠানোর শেষ তারিখ ২০ জানুয়ারি। আরও প্রয়োজনীয় তথ্যের জন্য ঢাকার ভারতীয় হাইকমিশনের শিক্ষা বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।
×