ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দলিল লেখকদের বয়সসীমা বাতিলে আইনমন্ত্রীর অনুমোদন

প্রকাশিত: ০৫:৪১, ৫ জানুয়ারি ২০১৮

দলিল লেখকদের বয়সসীমা বাতিলে আইনমন্ত্রীর অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥ দলিল লেখকদের ৬৫ বছরের বয়সসীমার পরে দলিল লেখা যাবে না ২০০৩ সালের সরকারের এ সিদ্ধান্ত বিলুপ্তিতে অনুমোদন দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বাংলাদেশ দলিল লেখক সমিতির কাউন্সিল অধিবেশনে আইনমন্ত্রীর প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে এখন থেকে ৬৫ বছর বয়সের পরেও দলিল লিখতে পারবেন সনদধারী দলিল লেখকরা। এ সংক্রান্ত নথিতে অনুমোদন দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আব্দুল মান্নানকে চুক্তিভিত্তিক নিয়োগ ॥ নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক খান মোঃ আব্দুল মান্নানকে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তার অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে ৭ জানুয়ারি অথবা তার যোগদানের তারিখ হতে মহাপরিদর্শক, নিবন্ধন পদে (স্বপদে) এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
×