ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ত্রিশালের মানিকসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল ৫ মার্চ

প্রকাশিত: ০৫:৪১, ৫ জানুয়ারি ২০১৮

ত্রিশালের মানিকসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল ৫ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহ জেলার ত্রিশালের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মোঃ আনিছুর রহমান মানিকসহ ৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ৫ মার্চ পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে। প্রসিকিউশন পক্ষের তিন মাসের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেছে। প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর রিজিয়া সুলতানা চমন। নয় আসামি হলো মোঃ আনিছুর রহমান, মোঃ মোখলেছুর রহমান মুকুল (৬৫), মোঃ সাইদুর রহমান রতন (৫৬), সামসুল হক বাচ্চু (৭০), শামছুল হক ফকির (৭৫), নূরুল হক ফকির (৭০), সুলতান ফকির ওরফে সুলতান মাহমুদ (৫৮), এবিএম মুফাজ্জল হুসাইন (৭০) ও নকিব হোসেন আদিল সরকার (৬৫)। এদের মধ্যে সামছুল হক ও মুফাজ্জল হুসাইন কারাগারে রয়েছে। অন্য সাতজন এখনও পলাতক। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষে প্রতিবেদন তৈরি করা হয়। পরবর্তীতে তা প্রসিকিউশন শাখায় জামা দেয়া হয়। আসামিদের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগে রয়েছে। এদিকে এই মামলাসহ ট্রাইব্যুনালে আরও ৩৩টি মামলায় ১৩৯ রাজাকারের বিভিন্ন পর্যায়ে বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি রায় ঘোষণার অপেক্ষায় ও অন্যগুলো সাক্ষ্য গ্রহণ ও চার্জ গঠনের জন্য রয়েছে।
×