ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে জাতির পিতাসহ ৮ জাতীয় দিবস সব দল ও নাগরিককে বাধ্যতামূলক পালনের নির্দেশনা চেয়ে রিটের ;###;পরের শুনানি ৮ জানুয়ারি

কুমিল্লার মেয়র সাক্কুকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশিত: ০৫:৩৯, ৫ জানুয়ারি ২০১৮

কুমিল্লার মেয়র সাক্কুকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতির মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুকে বিচারিক আদালতের দেয়া অব্যাহতির আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করার আদেশ দিয়েছে আদালত। সাত মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে জারি করা রুল শুনানির দিন পিছিয়ে ১ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আনুষ্ঠানিক জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়ে আটটি জাতীয় দিবস সব রাজনৈতিক দল ও নাগরিককে বাধ্যতামূলক পালন করার নির্দেশনা চেয়ে রিটের পরবর্তী শুনানির জন্য আগামী ৮ জানুয়ারি ধার্য করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করার আদেশ দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালতের দেয়া অব্যাহতির আদেশটির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন শুনে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। ৭ মার্চ জাতীয় দিবস ঘোষণার রুল শুনানি ১ ফেব্রুয়ারি ॥ সাত মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে জারি করা রুল শুনানির দিন পিছিয়ে ১ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এই সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। অন্যদিকে রিটের পক্ষে ছিলেন ড. বশির আহমেদ। আট জাতীয় দিবস বাধ্যতামূলক পালনে রিটের শুনানি সোমবার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আনুষ্ঠানিক জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়ে আটটি জাতীয় দিবস সব রাজনৈতিক দল ও নাগরিককে বাধ্যতামূলক পালন করার নির্দেশনা চেয়ে রিটের পরবর্তী শুনানির জন্য আগামী ৮ জানুয়ারি ধার্য করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পরবর্তী শুনানির জন্য এ দিন ধার্য করে। ওইদিন শুনানিতে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে থাকতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোজাম্মেল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। দিবসগুলো হলো, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৩ নবেম্বর জেলহত্যা দিবস ও ‘জয় বাংলা’ স্লোগান। এসব দিবস সবার জন্য পালন বাধ্যতামূলক করা নিশ্চিত না করা পর্যন্ত আসন্ন জাতীয় নির্বাচন স্থগিতের আর্জি জানানো হয়। সুপ্রীমকোর্টের আইনজীবী মোজাম্মেল হক ও মোঃ শহিদ এই রিট আবেদনটি করেন।
×