ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চার নারী ধর্ষণ ॥ আরও এক আসামির জবানবন্দী

প্রকাশিত: ০৫:৩৯, ৫ জানুয়ারি ২০১৮

চার নারী ধর্ষণ ॥ আরও এক আসামির জবানবন্দী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের কর্ণফুলী থানার শাহমীরপুর এলাকায় প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে চার নারীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার আরও এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে আসামি জহিরুল ইসলাম হাওলাদার (২৬)। এ নিয়ে আলোচিত এ মামলায় তিন আসামি জবানবন্দী দিল আদালতে। আদালত সূত্রে জানা যায়, জহিরুল ঝালকাঠি জেলার সুতালরি থানার কৃষ্ণকাঠি গ্রামের হানিফ হাওলাদারের পুত্র। বৃহস্পতিবার জবানবন্দী গ্রহণের পর আদালতের নির্দেশে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গত বুধবার সকালে ঢাকার যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস স্টেশন থেকে জহিরুলকে গ্রেফতার করেছিল পুলিশ। এর আগে যে তিনজনকে গ্রেফতার করা হয় তারা হলো মিজান মাতুব্বর, আবু সামা ও আবদুল হান্নান ওরফে হান্নান মেম্বার। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাতে কর্ণফুলী থানার বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামে প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে চার নারীকে ধর্ষণ করা হয়। বিচার চাইতে গিয়ে পরিবারটির সদস্যরা কর্ণফুলী ও পটিয়া থানায় ছোটাছুটি করেও কোন সহযোগিতা পাচ্ছিলেন না। পরে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হস্তক্ষেপে কর্ণফুলী থানা মামলা নিতে বাধ্য হয়। ঘটনা তদন্তে পুলিশ ব্যর্থতার পরিচয় দেয়ায় তদন্তভার ন্যস্ত হয় পিআইবির ওপর। এর পরই আসামিরা একে একে ধরা পড়তে থাকে। এ ঘটনায় সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।
×