ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনৈতিক কাজ ॥ ঢাবির সেই শিক্ষককে অব্যাহতি

প্রকাশিত: ০৫:৩৭, ৫ জানুয়ারি ২০১৮

অনৈতিক কাজ ॥ ঢাবির সেই শিক্ষককে অব্যাহতি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আকিব উল হককে মনোবিজ্ঞান বিভাগের একাডেমিক কার্যক্রম হতে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে কলাভবনের তার কক্ষটি সিলগালা করে দেয়া হয়েছে। বিভাগের একাডেমিক কমিটি (এসি) বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়। বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাসরীন ওয়াদুদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অনৈতিক কাজে লিপ্ত থাকার দরুণ আমরা আকিবকে অনির্দিষ্টকালের জন্য বিভাগ হতে অব্যাহতি দিয়েছি। আর আমরা একটা নিন্দা প্রস্তাব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পাঠাব। গত শনিবার মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক আকিব উল হকের শিক্ষক হিসেবে বরাদ্দ পাওয়া কক্ষ থেকে তালা ভেঙ্গে বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল এ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রভাষক উম্মে কাউসার লতাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় আকিব উল হকের স্ত্রী ও ঢাবির মনোবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্রী তাহমিনা সুলতানা ‘ছুটির দিনে বিভাগীয় কক্ষে শিক্ষা চর্চার পরিবর্তে অনৈতিক কার্যকালাপ লিপ্ত’ হওয়ার অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগ ও মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান বরাবর।
×