ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৯ জানুয়ারি তফসিল

ঢাকা উত্তর সিটিতে মেয়র উপনির্বাচন ২৬ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৫:৩৩, ৫ জানুয়ারি ২০১৮

ঢাকা উত্তর সিটিতে মেয়র উপনির্বাচন ২৬ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচন। দুই সিটির ৩৬ ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনও একই দিনে অনুষ্ঠিত হবে। আগামী ৯ জানুয়ারি উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন এবং গাইবান্ধা-১ আসনের উপনির্বাচন ১৩ মার্চে অনুষ্ঠানের সিদ্ধান্তও নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। এর আগে বিকেল তিনটায় আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সভাপতিত্বে এ-সংক্রান্ত বৈঠক হয়। বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিবসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইসির ভারপ্রাপ্ত সচিব সাংবাদিকদের কমিশনের এই সিদ্ধান্তের কথা জানান। বলেন, ঢাকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৯ জানুয়ারি। আর দুই সংসদীয় আসনে উপ নির্বাচনের বিস্তারিত সময়সূচী ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। ইসি সচিব বলেন, ঢাকা সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে কমিশনের সভায় কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে পরিকল্পনায় রয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে যেহেতু একটি কেন্দ্রে সফলভাবে ইভিএম ব্যবহার করতে পেরেছি। ঢাকার বিষয়েও ইভিএমের কার্যকরী দিক পর্যালোচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে। রাজধানীতে বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর আগাম পোস্টার-ব্যানার অপসারণের বিষয়ে বলেন, পোস্টার-ব্যানার অপসারণের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার, দুই সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ও পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। আগামীকাল মধ্যরাতের মধ্যে নিজ দায়িত্বে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার-ব্যানার অপসারণ করতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে কেউ যদি অপসারণ না করে তাহলে আর্থিক জরিমানাসহ আইনানুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সর্বশেষ ভোট অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সমর্থনে ওই নির্বাচনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন আনিসুল হক। প্রায় দুই বছর ধরে ওই দায়িত্ব পালনের মধ্যেই গত বছরের জুলাইয়ে জটিল রোগে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৩০ নবেম্বর তার মৃত্যু হয়। ফলে স্থানীয় সরকার বিভাগ ১ ডিসেম্বর থেকে মেয়র পদটি শূন্য ঘোষণা করে। আইন অনুযায়ী পদ শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে উত্তর সিটিতে উপনির্বাচন করতে হবে। সময়সীমা মেনে আগামী ২৬ ফেব্রুয়ারি ভোট করার পরিকল্পনা নিয়েছে তারা। তবে এখনও তফসিল ঘোষণা করা হয়নি। ইসি সচিব জানান, ৯ জানুয়ারি তফসিলের দিন মনোনয়নপত্র জমা, বাছাই এবং প্রার্থীতা প্রত্যারের সময়সীমা জানিয়ে দেয়া হবে। এদিকে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মুহাম্মদ ছায়েদুল হক এবং সংসদ সদস্য গোলাম মোস্তফার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জের) আসন দুটি শূন্য হয়। সংসদীয় আসনের পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছায়েদুল হক গত ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গোলাম মোস্তফা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ডিসেম্বর মারা যান। সুন্দরগঞ্জের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন খুন হওয়ার পর গতবছরের ২২ মার্চ ওই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রথমবারের মতো এমপি হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বৈঠকে এই দুটি আসনের উপনির্বাচন ১৩ মার্চ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি এই দুটি আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান ইসি সচিব।
×