ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

শৌখিন আলোকচিত্রীদের ক্যামেরায় ফ্রেমবন্দী হাজারো গল্পের ছবি

প্রকাশিত: ০৫:৩১, ৫ জানুয়ারি ২০১৮

শৌখিন আলোকচিত্রীদের ক্যামেরায় ফ্রেমবন্দী হাজারো গল্পের ছবি

স্টাফ রিপোর্টার ॥ আলো-ছায়ার খেলায় উদ্ভাসিত প্রতিটি ছবি। আর প্রতিটি ফ্রেমে উঠে এসেছে জীবনের বহুবিধ বিষয়। উঠে এসেছে হাজারো গল্প। বিশ্বের নানা প্রান্তের শৌখিন আলোকচিত্রীদের তোলা সেসব ছবি শুধুমাত্র ক্যামেরায় নয়, ধারণ করা হয়েছে মুঠোফোনেও। সেসব আলোকচিত্রীদের ছবি নিয়ে ফেসবুক গ্রুপ ‘ছবি’ আয়োজন করেছে ‘থাউজেন্ড স্টোরিজ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী । বৃহস্পতিবার বিকেলে ধানম-ির দৃক গ্যালারিতে এ প্রদর্শনীর সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাতিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। বিশেষ অতিথি ছিলেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আফজাল করিম, তাজমা সিরামিক এ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মতিউর রহমান এবং বগুড়া ফটোগ্রাফি ক্লাবের সভাপতি ডাঃ মোসাদ্দেক রহমান। ‘ছবি’র প্রধান তৌহিদ পারভেজ জানান, ‘থাউজেন্ড স্টোরিজ’র এটি দ্বিতীয় আয়োজন। যাতে বিভিন্ন দেশের ৮২০ জন আলোকচিত্রীর চার হাজার ২০০টি ছবি জমা পড়ে। যার মধ্যে থেকে প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আরব আমিরাতের আলোকচিত্রীদের ১৫০টি আলোকচিত্র স্থান পেয়েছে। শুধু তাই-ই নয়, প্রথম তিনজন আলোকচিত্রীকে পুরস্কারও দেয়া হয়। এ বিচারপ্রক্রিয়ার সদস্য ছিলেন আবদুস এস আলিম, তানভির রোহান ও ইউসুফ তুষার। হাজারো গল্পের ছবি ধারণ করা শৌখিনদের আলোকচিত্রীদের এ প্রদর্শনী চলবে কাল শনিবার পর্যন্ত। দর্শনার্থীদের জন্য গ্যালারি খোলা থাকবে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। মধু শিকারি নাটকের দুই প্রদর্শনী ॥ নাট্যদল বটতলা প্রযোজিত সময়ের আলোচিত মঞ্চনাটক মধু শিকারি। কার্তিকা নায়ারের গল্প ‘হানি হান্টার’ অবলম্বনে নির্মিত প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। অনুবাদ করেছেন শামীম আজাদ। বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে পরপর নাটকটির দুটি প্রদর্শনী হয়। নবম ও দশমবারের মতো মঞ্চস্থ হলো নাটকটি। সুন্দরবনের মধু শিকারিপুত্র শনু মিয়ার রোমাঞ্চভরা জীবন নিয়ে মধু শিকারির গল্প এগিয়ে যায়। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের কবলে পড়ে শনু মিয়ার পরিবার হারায় সব, যেমন সুন্দরবনের গাছপালা-পশুপাখি হারায় প্রাণ। কিন্তু প্রকৃতি তার নিজের খেলায় নিজেকে পুননির্মাণ করে। অর্বাচীন শনু মধু ক্ষুধায় কাতর হয়ে অকালে মধু শিকার করে প্রাণ প্রকৃতি ও পরিবেশের হুমকি হয়ে দাঁড়ায়। বনের রক্ষাকর্তা দক্ষিণ রায় মতান্তরে রয়েল বেঙ্গল টাইগার মানুষের হিংস্রতারূপী শনু মিয়াকে সংহার করে নিতে চায় প্রতিশোধ। বনবিবির বাধায় শিশু শনু মিয়া প্রান ফিরে পায় কিন্তু এক শর্তে। কিন্তু কি সেই শর্ত? নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সামিনা লুৎফা নিত্রা, কাজী রোকসানা রুমা, তৌফিক হাসান ভূঁইয়া, শে’উতি শাগুফতা, মাহবুব মাসুম, ম. সাঈদ ও ইভান রিয়াজ। বাদ্যযন্ত্র ও কণ্ঠসঙ্গীতে ছিলেন শারমিন ইতি, হুমায়ূন রেওয়াজ, রায়হান বাবু, নোঙর রাসেল ও রাখাল আবেদিন। সুরমূর্ছনায় বর্ণিল যন্ত্রসঙ্গীত উৎসব ॥ প্রতিদিন বিকেল থেকে রাত অবধি শিল্পকলা একাডেমি আঙ্গিনায় বইছে সুরের মূর্ছনা। একাডেমির নন্দন মঞ্চে একতারা, দোতারার মিঠে সুরের সঙ্গে বাজছে হৃদয় উদ্দীপ্ত করা তবলা কিংবা ঢোলের বোল। আর এমন মুখরিত সুরের উৎসটি হচ্ছে ৬৪ জেলার যন্ত্রসঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে জাতীয় যন্ত্রসঙ্গীত উৎসব। বাংলাদেশ একাডেমি শিল্পকলা আয়োজিত দশ দিনের এ উৎসবের চতুর্থ দিন ছিল বৃহস্পতিবার। এদিন একক পরিবেশনায় তদলার বাদনে শ্রোতার হৃদয়ে আনন্দ ছড়িয়েছেন জাকির হোসেন।
×