ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আগেই নানা টালবাহানা মিয়ানমারের

প্রকাশিত: ০৫:৩০, ৫ জানুয়ারি ২০১৮

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আগেই নানা টালবাহানা মিয়ানমারের

মোয়াজ্জেমুল হক/ এইচএম এরশাদ ॥ বিশ্ব চাপের মুখে মিয়ানমার সরকার বাংলাদেশে আশ্রিত সে দেশের নাগরিক রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমঝোতা স্মারক সম্পাদিত হয়েছে। বর্তমানে ১৩ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে প্রায় ১০ লাখের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। সমঝোতা স্মারক অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি দুদেশের পক্ষে গঠিত যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকটি হবে মিয়ানমারে। এছাড়া ২২ জানুয়ারি থেকে প্রত্যাবাসন শুরু করার কথা রয়েছে। এ অবস্থায় মিয়ানমার সরকার প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়িত বা বানচাল করতে নানা কূটকৌশল গ্রহণ করেছে। বাংলাদেশের পক্ষে প্রথম পর্যায়ে এক লাখ রোহিঙ্গার একটি তালিকা ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। কিন্তু মিয়ানমারের সমাজকল্যাণ ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী উইন মিয়াত আই বলেছেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রশ্নে তাদের কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য আমরা তৈরি। ইতোমধ্যে বাংলাদেশের কাছে আমরা ফরম পাঠিয়েছি। রোহিঙ্গারা এ ফরম পূরণ করবে এবং বাংলাদেশ তা আমাদের কাছে পাঠাবে। কিন্তু বুধবার পর্যন্ত একটি ফরমও বাংলাদেশ থেকে মিয়ানমার পায়নি।’
×