ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াও পদ্মা সেতু ষড়যন্ত্রের অংশীদার,আজ প্রমাণিত ॥ নাসিম

প্রকাশিত: ০৫:২৮, ৫ জানুয়ারি ২০১৮

খালেদা জিয়াও পদ্মা সেতু ষড়যন্ত্রের অংশীদার,আজ প্রমাণিত ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও পদ্মা সেতু নির্মাণকাজ বন্ধে ষড়যন্ত্রের অংশীদার বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে পদ্মা সেতু নির্মাণকাজ নিয়ে মনগড়া কথা বলে মিথ্যাচার করে বেড়াচ্ছেন খালেদা জিয়া। কিন্তু দৃঢ়কণ্ঠে জানাতে চাই, আওয়ামী লীগের হাত দিয়েই পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হবে। আর তার ওপর দিয়েই খালেদা জিয়াও পদ্মা পার হবেন। পদ্মা সেতু নিয়ে খালেদা জিয়ার চক্রান্ত আজ প্রমাণিত। বৃহস্পতিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ রাসেল প্লে গ্রাউন্ডে ডিজিটাল ডিসপ্লের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনস্বার্থে স্বাস্থ্য বিষয়ক তথ্য, পরামর্শ, উপদেশাবলী, সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকা- সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ এবং স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই সব ডিজিটাল এলইডি ডিসপ্লে স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ডিজিটাল এলইডি ডিসপ্লে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভাগের সচিব ফয়েজ আহম্মদ, এসেনসিয়াল ড্রাগস কোঃ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ এহসানুল কবির, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া প্রমুখ। জনগণ আবার স্বাধীনতা স্বপক্ষ ও অসাম্প্রদায়িক শক্তির দল আওয়ামী লীগকেই ক্ষমতায় বসাবে বলে আশা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি নেতৃত্বাধীন গোষ্ঠী ক্ষমতায় এলে দেশের চলমান উন্নয়নের ধারা বাধাপ্রাপ্ত হবে। তারা দেশে আগের মতো জ্বালাও-পোড়াও, হত্যাকান্ড- ও নৈরাজ্য শুরু করবে। বার্ন ইউনিট গড়ে তোলার পরিবর্তে পুড়িয়ে মানুষ মারবে। দেশের মানুষ সেই আতঙ্কিত দিনগুলির কথা ভুলে যায়নি। স্বাধীনতাবিরোধীদের পরাজিত করে একাত্তরে বিজয় ছিনিয়ে এনেছি, জনগণের সমর্থনে আগামী জাতীয় নির্বাচনেও আমরাই জয়ী হব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসহ বিভিন্ন সেক্টরের উন্নয়নের খণ্ড-চিত্র তুলে ধরে আওযামী লীগের সভাপতিম-লীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশের সব সেক্টরেই উন্নয়ন সাধিত হয়েছে। মধ্য আয়ের দেশের তালিকাভুক্ত হতে উন্নয়নের রাস্তায় রয়েছে বাংলাদেশ। স্বাস্থ্য সেক্টরের বিষয়ে তিনি বলেন, কর্মসূচী গ্রহণ, জনবল নিয়োগ ও অবকাঠামো নির্মাণের দিক দিয়ে সফলতার পথেই রয়েছে স্বাস্থ্য সেক্টর। জনবল বৃদ্ধি, অবকাঠামোর উন্নয়ন, মাতৃ ও শিশু মৃত্যু হ্রাস, ওষুধের সরবরাহ বৃদ্ধি, স্বাস্থ্যখাতে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম ইত্যাদি উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে সাফল্য পেয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সময় স্বাস্থ্যখাতে যে সাফল্য এসেছে তা আরও উর্ধে নিয়ে যেতে হবে। এ জন্যে আগামী দিনের কর্মসূচীর সুষ্ঠু ও সফল বাস্তবায়ন নির্দিষ্ট সময়ের মধ্যেই নিশ্চিত করতে হবে। একটি জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হলে এই খাতের কোন অংশে অনিয়ম ও গাফিলতি মেনে নেয়া যাবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আর্থ-সামাজিকখাতে বাংলাদেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে হলে সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিজ নিজ দায়িত্ব পালনে আরও যত্নবান হতে হবে। তৃণমূল মানুষের বিশেষ করে দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপগুলোর সফল বাস্তবায়নে সংশ্লিষ্টদের তৎপর থাকতে হবে। স্বাস্থ্য সেক্টরের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও তার অধীনস্ত সকল প্রতিষ্ঠান আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সেক্টরের এই সব ত্যাগী ও দক্ষ জনবলের পরিশ্রমের কথা জানাতে হবে। সকালের অর্জন বিকালেই ভুলে যায় বাঙ্গালী। তাই ডিজিটাল ডিসপ্লে স্থাপনের মতো উদ্যোগ গ্রহণ করে বর্তমান সরকার গৃহীত উন্নয়নকর্মসূচী সমূহের বিষয়টি দেশবাসীকে জানাতে হবে।
×