ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আকাশ থেকে মাটিতে নামলেন মেনন, আগুন নয় শাহজাহানের জন্য পানি

প্রকাশিত: ০৫:২৭, ৫ জানুয়ারি ২০১৮

আকাশ থেকে মাটিতে নামলেন মেনন, আগুন নয় শাহজাহানের জন্য পানি

বিশেষ প্রতিনিধি ॥ বিমান ও পর্যটন মন্ত্রণালয় থেকে সদ্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়া রাশেদ খান মেনন বলেছেন, সবচেয়ে কম বাজেটের একটি মন্ত্রণালয়ে ছিলাম। এখন আমি অনেক বড় বাজেটের একটি মন্ত্রণালয়ে যাচ্ছি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বকে অনেকে আগুনে নিক্ষেপ করার সঙ্গে তুলনা করেছেন উল্লেখ করে নতুনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেন, আগুন নয় এটা আমার জন্য পানি। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বদল ও বণ্টনের আদেশ জারির পর সচিবালয়ে বৃহস্পতিবার সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব হস্তান্তরকালে মন্ত্রীদ্বয় সাংবাদিকদের একথা বলেন। রাশেদ খান মেনন বলেন, আমি সবচেয়ে কম বাজেটের একটি মন্ত্রণালয়ে (বিমান ও পর্যটন) ছিলাম। এখন আমি অনেক বড় বাজেটের একটি মন্ত্রণালয়ে যাচ্ছি। এখানে প্রান্তিক মানুষের জন্য কাজ করার অনেক জায়গা আছে। তিনি বলেন, দফতর বদল আমার জন্য সুখকর এই কারণে বলতে পারেন- আমি আকাশ থেকে একটু মাটিতে নামলাম। সামাজিক নিরাপত্তার প্রশ্নে বলেন, সামাজিক কল্যাণের প্রশ্নে বলেন, একেবারে সাধারণ মানুষের কাছে। তিনি আরও বলেন, বছরের প্রথমভাগে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার যে সম্প্রসারণ করলেন ও পরিবর্তন সাধন করলেন, আমার মনে হয় স্বাভাবিকভাবে প্রশাসনে গতিশীলতা আনার জন্য করলেন। এটিই হচ্ছে শেষ বছর আমাদের সরকারের। সুতরাং তিনি চেয়েছেন শেষ বছরের কাজের সমন্বয় আরও ভালভাবে যেন হয়। সদ্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া রাশেদ খান বলেন, আমার পক্ষ থেকে সিভিল এ্যাভিয়েশন ও পর্যটন মন্ত্রণালয়ে কাজ করা খুব চ্যালেঞ্জিং ছিল। যখন আমি দায়িত্ব নিয়েছিলাম, তখন অনেকে তাচ্ছিল্য করেছিল। বন্ধুরা বলত- তোমাকে একটি ডুবন্ত জাহাজ তুলতে দিয়েছে। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে নিজের কৃতিত্ব তুলে ধরে মেনন বলেন, আমি দায়িত্ব নেয়ার পর বিমান পরপর তিনবার লাভ করেছে। অভ্যন্তরীণ রুটে যাত্রীদের যাতায়াত বেড়েছে। দফতর বদলের পেছনে প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির বিষয়টিকে দায়ী মনে করছেন কিনা- জানতে চাইলে রাশেদ খান মেনন বলেন, প্রধানমন্ত্রীর বিমানের যে ঘটনা ছিল তাতে আমরা তিনটি তদন্ত কমিটি গঠন করেছিলাম। কিছু অবহেলার কারণে এটা হয়েছিল। পুলিশ তদন্ত করে যাদের গ্রেফতার করেছিল, তাদের পরে খালাস দেয়া হয়েছে। পুলিশের তদন্তে বলা হয়েছে, তারা নাশকতার সঙ্গে যুক্ত নয়। শরিক দলের মন্ত্রীদের দফতর পরিবর্তনে জোটে বিরূপ প্রভাব পড়ার কোন শঙ্কা দেখছেন না বলেও জানান তিনি। বিএনপির অংশগ্রহণবিহীন ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর ১২ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। ওইদিনই বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান রাশেদ খান মেনন। তিনি বিমানমন্ত্রী থাকার সময়ে গত বছরের ২৭ নবেম্বর প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান তুর্কমেনিস্তানের আশখাবাদে জরুরী অবতরণ করার বিষয়টি ব্যাপকভাবে সমালোচিত করে তাকে। এছাড়া তার সময়ে যুক্তরাজ্য বাংলাদেশে কার্গোবিমান চলাচলেও নিষেধাজ্ঞা জারি করে। আগুন নয় এটা আমার জন্য পানি বিমানমন্ত্রী শাহজাহান ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বকে অনেকে আগুনে নিক্ষেপ করার সঙ্গে তুলনা করেছেন উল্লেখ করে নতুনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল জানান, আগুন নয় এটা আমার জন্য পানি। বৃহস্পতিবার সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাশেদ খান মেননকে সরিয়ে বুধবার লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। মেনন পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। শাহজাহান কামাল বলেন, অনেকে বলেছেন আপনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। এ সময় হাসতে হাসতে তিনি বলেন, না, না, এটা আগুন নয় এটা আমার জন্য পানি। যে পানি খাইয়্যা আমি জীবন বাঁচাই, সেটা আমার জন্য পানি। আমি এটাও বলি আমি পারব ইনশাআল্লাহ, আমি আশাবাদী, আমি নিরাশাবাদী নই, আপনাদের সহযোগিতা আমি চাই। বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে আমার ভাই নিয়ে গেছে, আমি আশা করি বাংলাদেশ বিমান হবে এশিয়া মহাদেশের একটি লাভজনক প্রতিষ্ঠান। সদ্য বিদায়ী মন্ত্রী মেনন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে তার উন্নয়ন কর্মকা- তুলে ধরেন। আগামী দিনের চ্যালেঞ্জগুলো সম্পর্কেও অবহিত করেন নতুন মন্ত্রীকে। শাহজাহান কামাল বলেন, তিনি (মেনন) চার বছর এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেছেন। তার বক্তৃতা থেকে কিছুটা অভিজ্ঞতা নিয়েছি। আজ উনি এখান থেকে বিদায় নিচ্ছেন। কিন্তু আমি বিদায় দিতে চাই না। আমি মনে করি তার চার বছরের অভিজ্ঞতা। আমি যখনই উনাকে কোন সিদ্ধান্তের বিষয়ে জিজ্ঞেস করব, সহযোগিতা কামনা করব, তিনি যেন আমাকে সহযোগিতা দেন। তিনি আরও বলেন, ‘আমার ভাই (মেনন) একজন প্রগতিশীল নেতা, দেশপ্রেমিক, তিনি কোন সম্পদের মালিক নন, অর্থের মালিকের জন্য রাশেদ খান মেনন রাজনীতি করে নাই। আমি তাকে ছাত্রজীবন থেকে চিনি। আমি আপনাদের সহযোগিতা কামনা করি। সময় কম, ৯ মাস সময় পাব কী না। নতুন বিমানমন্ত্রী বলেন, আমি সিভিল এ্যাভিয়েশন এবং বিমান মন্ত্রণালয়ের অনেক বদনাম শুনেছি। আমি নিজেই বিমানে ভ্রমণ করি। আমি যখনই সুযোগ পাই বাংলাদেশ বিমানে চিটাগাং যাই। আমি বলি যে তোফায়েল সাহেব আমার বেয়াই হন। আমি মেয়ে বিয়ে দিছি উনার সন্তানের কাছে। তিন দিন আগে নেত্রী বললেন আপনি দায়িত্ব নেন, তিনি বললেন না না না আমি নেব না। বুধবার তিনি (তোফায়েল আহমেদ) আমার বাসায় এসে আমাকে সাহস দিয়ে গেছেন। বিমানকে লাভজনক করতে কী কী পদক্ষেপ নেবেন- সাংবাদিকরা জানতে চাইলে শাহজাহান কামাল বলেন, বিমানকে লাভজনক করা খুব কঠিন কাজ না, আমি মনে করি যেহেতু আমি জাতির জনকের সঙ্গে কাজ করেছি। আর এখন আমি কাজ করছি বঙ্গবন্ধুর কন্যার সঙ্গে। এই মন্ত্রণালয়কে লাভজনক প্রতিষ্ঠা করার জন্য আমার জীবন দিয়ে হলেও রক্ত দিয়ে হলেও আমি চেষ্টা করব। নতুন পরিকল্পনা নিয়ে কাজ করে যাব নিষ্ঠা ও সততার সঙ্গে। বিমানের বিষয়ে কী বদনাম শুনেছেন এবং তা দূর করতে কী পদক্ষেপ নেবেন জানতে চাইলে বিমান ও পর্যটনমন্ত্রী বলেন, বাংলাদেশের বদনাম শুনেছি। বিমানে চড়লে ঠিকমত সার্ভিস দেয় না এবং জনগণ বিমানের ভাল সার্ভিস পায় না। এটা বাইরের লোকজন বলতেছে, বাইরের বদনামটা আমি শুনছি। আসলে বাইরে যতটুকু শোনা যায় প্র্যাকটিক্যালি ততটুকু নয়, এই বদনামকে আমি ধুয়ে-মুছে সুন্দর করে পরিষ্কার করে দেব।
×