ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিথুন নিটিংয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

প্রকাশিত: ০৩:৪১, ৫ জানুয়ারি ২০১৮

মিথুন নিটিংয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিংয়ের পরিচালনা পর্ষদ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে ইজিএম আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মিথুন নিটিং লিমিটেডের নতুন নাম হবে ‘টয়ো নিটেক্স লিমিটেড’। শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে কোম্পানিটি আগামী ১৭ ফেব্রুয়ারি ইজিএম আহ্বান করেছে। ওইদিন দুপুর ১২টায় ময়মনসিংহ গৌরিপুর, কালতাপারা বাজারে কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে। এ জন্য কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জানুয়ারি। -অর্থনৈতিক রিপোর্টার পাওয়ার প্লান্ট স্থাপন করবে প্যারামাউন্ট টেক্সটাইল পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ পাওয়ার প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি যৌথ উদ্যেগে পাওয়ার প্লান্ট স্থাপন করবে। প্যারামাউন্ট টেক্সটাইল ও একরন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস যৌথভাবে ২০০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট নির্মাণ করবে। এক্ষেত্রে প্যারামাউন্ট একরন এনার্জি কনসোর্টিয়াম গঠন করা হবে। যার ৫০ শতাংশ মালিকানা থাকবে প্যারামাউন্ট টেক্সটাইলের। আর বাকি ৫০ শতাংশের মালিকানা হবে একরন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেসের। -অর্থনৈতিক রিপোর্টার
×