ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে ৫শ’ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ০৩:৪১, ৫ জানুয়ারি ২০১৮

পুঁজিবাজারে ৫শ’ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে মোট ৫১৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৫৭ কোটি ৮০ লাখ টাকা কম। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৭৬ কোটি ৫৭ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৪৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের দরবৃদ্ধি দিয়ে শুরু হলেও দিনের শেষটা ছিল পতন দিয়ে। কারণ সকাল থেকেই বিনিয়োগকারীদের মুনাফা তোলার নীতির কারণে সূচকের বড় ধরনের পতন না হলেও সূচকের তীর আর ওপরে ওঠেনি। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৫ পয়েন্ট কমে ৬ হাজার ৩০২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪০৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৯৫ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ঃ ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ড্রাগন সোয়েটার, গ্রামীণ ফোন, ইফাদ অটো, বারাকা পাওয়ার, লাফার্জ সুরমা, স্কয়ার ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, রেনেটা ও লিগ্যাসি ফুটওয়্যার। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো ঃ লিগ্যাসি ফুটওয়্যার, মুন্নু সিরামিক, ইস্টার্ন কেবল, ফাইন ফুড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মবিল যমুনা বিডি, বিবিএস কেবল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, অগ্রনী ইন্স্যুরেন্স ও নিটল ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো ঃ সাউথ ইস্ট মিউচুয়াল ফান্ড, আইএসএন, পদ্মা লাইফ, ইসলামিক ফাইনান্স, আইটিসি, শ্যামপুর সুগার, ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট, কে এ্যান্ড কিউ, এমবে ফার্মা ও সামিট পাওয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২১ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৫০৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ঃ আল আরাফাহ ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, বারাকা পাওয়ার, ড্রাগন সোয়েটার, জেনারেশন নেক্সট ফ্যাশন, লিগ্যাসি ফুটওয়্যার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইসলামিক ফাইনান্স ও নাহি এ্যালুমিনিয়াম।
×