ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবারও খবরের শিরোনাম জাস্টিন বিবার

প্রকাশিত: ০৬:৩৫, ৪ জানুয়ারি ২০১৮

আবারও খবরের শিরোনাম জাস্টিন বিবার

বর্তমানে পপ সঙ্গীতশিল্পী জাস্টিন বিবার বলতে গেলে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তবে তার হেটারও কিন্তু কম নয়। তবে যাই হোক তিনি তার ভক্তদের মন ঠিকই জয় করে নিয়েছেন। বিবার ২০০৯ সালের শেষের দিকে তার প্রথম এক্সটেনডেন্ট প্লে মাই ওয়ার্ল্ড মুক্তি দেয়। এটি যুক্তরাষ্ট্রে প্লাটিনাম স্বীকৃতি লাভ করে। বিবারই প্রথম শিল্পী যার প্রথম এ্যালবামের সাতটি গান বিলবোর্ড হট ১০০ তালিকায় স্থান করে নেয়। বিবারের প্রথম পূর্ণ এ্যালবাম মাই ওয়ার্ল্ড ২.০ ২০১০ এর ২৩ মার্চ প্রকাশিত হয়। এ্যালবামটি বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করে এবং বেশ কয়েকটি দেশে শীর্ষ দশে স্থান করে নেয়। এটি যুক্তরাষ্ট্রে প্লাটিনাম সনদে ভূষিত হয়। এই এ্যালবামের বেবি গানটি বিশ্বব্যাপী ব্যাপক সাফল্য অর্জন করে। ইউটিউবের এখন পর্যন্ত সবচেয়ে সর্বাধিক প্রদর্শিত, আলোচিত এবং পছন্দনীয় ভিডিওগুলোর একটি হলো এই গানটির মিউজিক ভিডিও।[৯] বিবারের পরবর্তী এ্যালবাম নেভার সে নেভার– দ্য রিমিক্সেস। এটি প্রকাশিত হয় ১৪ ফেব্রুয়ারি ২০১১। তার দ্বিতীয় স্টুডিও এ্যালবাম ছিল আন্ডার দ্য মিসলটো যা মুক্তি পায় ২০১১ সালের নবেম্বরে। ২০১২ সালে জাস্টিন বিবার প্রকাশ করে তার তৃতীয় স্টুডিও এ্যালবাম বিলিভ। তার চতুর্থ এ্যালবাম পারপাস ২০১৫ সালের নবেম্বরে মুক্তি পায়। যুক্তরাষ্ট্রে তার এ্যালবাম ও গানের মোট বিক্রি সংখ্যা ৪৪.৭ মিলিয়ন। জাস্টিন বিবার ১৯৯৪ সালের ১ মার্চ কানাডার অন্টারিওর লন্ডনে জন্মগ্রহণ করেন। বিবারের মা প্যাটি ম্যালেট যখন গর্ভবতী হন, তখন তার বয়স ১৮। বিবারের মা সামান্য বেতনে বিভিন্ন দফতরে কাজ করতেন। শৈশবে বিবার হকি, সকার এবং দাবাতে আগ্রহী ছিলেন। সে সময় তিনি সঙ্গীতের প্রতি উচ্চাকাক্সক্ষা পোষণ করতেন। বিবার নিজে নিজে গিটার, ড্রাম ও পিয়ানো বাজানো শেখেন। ২০০৭ সালে বিবার স্থানীয় এক অনুষ্ঠানে গান পরিবেশন করে দ্বিতীয় স্থান অধিকার করেন। বিবারের মা ম্যালেট বিবারের সেই পরিবেশনা ধারণ করে ইউটিউবে প্রকাশ করেন। ম্যালেট বিবারের অন্যান্য সঙ্গীত পরিবেশনাও অনুরূপভাবে ইন্টারনেটে প্রকাশ করতে থাকেন এবং ক্রমেই ইউটিউবে বিবারের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। ২০১০ সালের জানুয়ারিতে তার প্রথম এ্যালবাম মাই ওয়ার্ল্ড ২.০ থেকে প্রথম একক ‘বেবি’ গানটি মুক্তি পায়। গানটি আন্তর্জাতিক জনপ্রিয়তা লাভ করে এবং এর মাধ্যমে বিবার আন্তর্জাতিক বাজারের সেরা দশ শিল্পীর তালিকায় স্থান করে। তার দুটি প্রমো গান ‘নেভার লেট ইউ গো’, এবং ‘ইউ সমাইল’ মার্কিন সেরা ১০০ গানের মধ্যে তৃতীয় এবং সেরা ২০ স্থান করে নেয়। বিবারের প্রথম পূর্ণ এ্যালবাম মাই ওয়ার্ল্ড ২.০ ২০১০ এর ২৩ মার্চ প্রকাশিত হয়। এ্যালবামটি বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করে এবং বেশ কয়েকটি দেশে শীর্ষ দশে স্থান করে নেয়। এটি যুক্তরাষ্ট্রে প্লাটিনাম সনদে ভূষিত হয়। আনন্দকণ্ঠ ডেস্ক
×