ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নুসরাত ফারিয়া

আমাকে ভিন্নভাবে দর্শক আবিষ্কার করবে

প্রকাশিত: ০৬:৩৫, ৪ জানুয়ারি ২০১৮

আমাকে ভিন্নভাবে দর্শক আবিষ্কার করবে

আনন্দকণ্ঠ : ২০১৭ সাল কেমন গেল? নুসরাত ফারিয়া : খুব ভাল কেটেছে। ব্যস্ত ছিলাম। কাজ করেছি। যে ধরনের কাজ করতে চেয়েছি সে ধরনের কাজ করতে পেরেছি। সত্যি কথা বলতে ২০১৭ সাল আমার জন্য খুব ভাল কেটেছে। নতুন বছরটি আরও ভালভাবে কাটাতে চাই। আনন্দকণ্ঠ : সম্প্রতি ‘ইন্সপেক্টর নটিকে’ ছবির ট্রেলার ও গান প্রকাশ হয়েছে কেমন সাড়া পাচ্ছেন? নুসরাত ফারিয়া : খুবই ভাল সাড়া পাচ্ছি। এত সাড়া পাচ্ছি যে কখানও আশাও করিনি যে এত সাড়া পাব। এখন কোন উপলক্ষ নেই তারপরও অনেক অনেক সাড়া পাচ্ছি গান এবং ট্রেলারে। আমি খুবই হ্যাপি। আনন্দকণ্ঠ : সামিরা চরিত্রটি কেমন? নুসরাত ফারিয়া : সবকিছুতে নতুনত্ব রয়েছে। এ ছবিতে আমাকে পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। প্রথমবার এমন চরিত্র নিয়ে দর্শকের সামনে হাজির হব। ছবিটিতে আমার বিপরীতে কলকাতার অন্যতম অভিনেতা জিৎ অভিনয় করছেন। আনন্দকণ্ঠ : জিৎ এর সঙ্গে রসায়ন কেমন ছিল? নুসরাত ফারিয়া : পুরো ছবিজুড়েই আমাদের রসায়ন নিয়ে গল্প। দর্শক যদি ছবিটি দেখে তাহলে বুঝতে পারবে কেমন রসায়ন ছিল। আমার পছন্দের কো-আর্টিস্ট হলেন জিৎ। চমৎকার একজন মানুষ। অভিনেতা হিসাবে যেমন সিরিয়াস, মানুষ হিসাবে তেমন সৎ। একসঙ্গে তিনটি ছবি করেছি। আনন্দকণ্ঠ : আর কাজের অভিজ্ঞতা? নুসরাত ফারিয়া : তার সঙ্গে কাজের অভিজ্ঞতা বরাবর খুবই ভাল। তিনি আমার সঙ্গে খুবই বন্ধুসুলভ। প্রথমে একটু সময় লেগেছিল। টানা এক বছর কাজ করতে করতে পরিবারের সদস্যার মতো হয়ে গেছে। এখন আর কোন সমস্যা হয় না। তার সঙ্গে কাজ করার আরমদায়ক। ইতালিতে টানা কাজ করার পর কলকাতায় এ ছবির শূটিং করেছি আমি। বাইরে অনেক ছবির কাজ হলেও আমার মনে হয় এ ছবিতে পোশাক, সংলাপসহ বিভিন্ন ক্ষেত্রে আমাকে ভিন্নভাবে দর্শক আবিষ্কার করতে পারবেন। সামিরা চরিত্রটি সত্যিই অন্য রকম। যা পর্দায় দেখলে দর্শক ভালভাবে বুঝতে পারবেন। আনন্দকণ্ঠ : সামনে আর্ট বা বাণিজ্যিক, কোন ধরনের ছবিতে আপনাকে দর্শক দেখতে পাবে? নুসরাত ফারিয়া : বাণিজ্যিক সিনেমার সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চাই আরও কয়েকটি বছর। তারপর কি হয় বলতে পারি না। বাণিজ্যিক ধারার ছবিতে আমার ঝোঁকটা একটু বেশি। এটা নিয়ে এখন তেমন কিছু ভাবছি না। তবে চরিত্রের প্রয়োজনে আমি দুই ধরনের ছবিতেই কাজ করব। আমি এমন কিছু চরিত্রে কাজ করতে চাই যেন সকল কাজের উর্ধে থাকে সেসব। আনন্দকণ্ঠ : জাজের বাইরে এখনও অন্য কোন হাউসের ছবিতে আপনাকে দর্শক দেখেনি। তাই প্রশ্ন, জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কাজের চুক্তি শেষ কবে? নুসরাত ফারিয়া : চুক্তি কোন বিষয় না। আমি আসলে সে রকম কোন ভাল অফার পাচ্ছি না যে কাজ করব। যদি পাই অবশ্যই করব। এটা কোন চুক্তির কারণে না। চুক্তি তো চুক্তির জায়গায় আছেই। আমি ব্যক্তিস্বাধীন জাজের বাইরেও কাজ করতে পারব। আনন্দকণ্ঠ : পড়াশোনা কি এখনও চলছে? নুসরাত ফারিয়া : হ্যাঁ এলএলবি পড়ছি। পড়াশোনার খবর বেশি ভাল না। ‘ইন্সপেক্টর নটি.কে’ মুক্তির পর একটু বিরতি নেব। সামনে আমার ফাইনাল পরীক্ষা। অভিনয়ের কারনে পড়ালেখায় সেভাবে সময় দিতে পারিনি। অল্প অল্প সাবজেক্ট নিয়ে শেষ করতেছি। আনন্দকণ্ঠ : নতুন বছরের প্রত্যাশা ও পরিকল্পনা কি? নুসরাত ফারিয়া : নতুন বছর মানেই উৎসবমুখর। আর আমার গত বছরের বিভিন্ন উৎসবে ছবি মুক্তি পেয়েছে এবং ছবিগুলো দর্শক গ্রহণ করেছে। আমার চেষ্টা থাকবে নতুন বছরে কোয়ালিটির ব্যাপারটা ঠিক রাখা। নতুন বছরে আরও সফল বিনোদন হিসেবে দর্শকের কাছে নিজেকে প্রমাণ করতে চাই। সকল মাধ্যমে নিজেকে উপস্থাপন করতে চাই। সেটা বড়পর্দা-ছোটপর্দা সব জায়গায় মিলিয়ে যেন আমি বিনোদন দিতে পারি। আমার প্রত্যাশা নতুন বছর সেটা পারব।
×