ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্লেব্যাকে শিল্পী বিশ্বাস

প্রকাশিত: ০৬:২৫, ৪ জানুয়ারি ২০১৮

প্লেব্যাকে শিল্পী বিশ্বাস

স্টাফ রিপোর্টার ॥ ‘সোনা পাখি’খ্যাত এই সময়ের ফোক গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাস প্রথমবারের মতো চলচ্চিত্রের প্লেব্যাক করলেন। পল্লীকবি জসীম উদ্দীনের ‘আসমানী’ কবিতা অবলম্বনে এম এ সাখাওয়াত হোসেন পরিচালিত ‘আসমানী’ চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন তিনি। ‘ইটিশ পিটিশ’ শিরোনামে আইটেম গানের কথা ও সুরে করেছেন জিয়াউদ্দিন আলম। সঙ্গীত পরিচালনা করেছেন ওয়াহিদ শাহিন। সম্প্রতি মগবাজারে একটি স্টুডিওতে গানটির রেকর্ড হয়েছে। ইতোমধ্যে আইটেম গানের শূটিং শুরু করেছেন পরিচালক এম এ সাখাওয়াত হোসেন। পরিচালক জানিয়েছেন মিরপুর ১০ নম্বরে একটি বস্তিতে ব্যয়বহুল সেট নির্মাণ করে আইটেম গানরে শূটিং করছেন তিনি। আর গানটির কোরিওগ্রাফি করছেন হাবিব। ক্যামেরায় জাহাঙ্গীর রাজ। চলচ্চিত্রের গানের কথা ও সুর করা প্রসঙ্গে জিয়াউদ্দিন আলম বলেন, ২০১৭ সালে বেশ কয়েকটি চলচ্চিত্রের গান লেখা ও সুর করেছি । তবে নতুন বছরে প্রথম চলচ্চিত্রের কাজ দিয়ে শুরু করলাম। আমাকে সুযোগ দেয়ার জন্য সাখাওয়াত ভাইকে ধন্যবাদ। আর শিল্পী বিশ্বাসের সঙ্গে গত বছর আমার প্রথম কাজ হয়। আমার লেখা ও ‘সুরে তোরে ছাড়া’ শিরোনামে একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। প্রথম গানটি শ্রোতাদের কাছে খুব প্রশংসিত হয়েছে। আশা করছি ‘ইটিশ পিটিশ’ গানটিও সুপার হিট হবে। প্রথমবারের মত চলচ্চিত্রের প্লেব্যাক প্রসঙ্গে শিল্পী বিশ্বাস বলেন, সব শিল্পীরই চলচ্চিত্রের প্লেব্যাকের স্বপ্ন থাকে। অনেক দিনের সেই স্বপ্ন আমার আজ পূরণ করলেন জিয়াউদ্দিন আলম। গানটির কথা ও সুরের মধ্যে দর্শক-শ্রোতারা নতুনত্ব পাবে। গানটি অনেক ভাল হয়েছে। আইটেম গান হলেও গানের কথা বেশ ভাল। এ জন্য গানটা আমি করেছি। আশা করছি এই গানের মাধ্যমে ২০১৮ সালে একটি হিট গান শ্রোতাদের উপহার দিতে পারব। শিল্পী বিশ্বাস নিয়মিত নতুন নতুন গানে কণ্ঠ দিচ্ছেন। ৮ বছর আগে তার প্রথম এ্যালবাম ‘কাগজের নৌকা’ প্রকাশ হয়। এরপর ‘জান’, ‘তালা’, ’তোরে ছাড়া’, ‘উড়াল পঙ্খী’ ও ‘রঙ্গিলা কইতর’ নামে আরও কিছু সিঙ্গেল ও একক এ্যালবাম প্রকাশ হয়েছে তার। এর মধ্যে ‘তোরে ছাড়া’ ও রঙ্গিলা কইতর’ গানটি বেশ জনপ্রিয় হয়েছে। এদিকে শিল্পী বিশ্বাস বর্তমানে স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। নতুন বছরে শ্রোতাদের আরও নতুন নতুন গান উপহার দেয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি।
×