ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইতালিয়ান কাপ

নেপোলিকে বিদায় করে সেমিতে আটলান্টা

প্রকাশিত: ০৬:২৩, ৪ জানুয়ারি ২০১৮

নেপোলিকে বিদায় করে সেমিতে আটলান্টা

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি এ লীগে শিরোপার দৌড়ে এগিয়ে আছে নেপোলি। আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার সাবেক ক্লাবটি আছে পয়েন্ট তালিকার শীর্ষে। তবে কোপা ইতালিয়া (ইতালিয়ান কাপ) থেকে বিদায়ঘণ্টা বেজেছে তাদের। কোয়ার্টার ফাইনালে আটলান্টার কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছে নেপোলিকে। মঙ্গলবার রাতে নেপলসের স্টাডিও সান পাওলো স্টেডিয়ামে স্বাগতিকদের হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে নাম লিখিয়েছে চমক দেখানো আটলান্টা। আটলান্টার সর্বশেষ মেজর শিরোপাটি এসেছে ১৯৬৩ সালে। প্রায় ৫৫ বছর আগে ইতালিয়ান কাপের শিরোপা জিতেছিল দলটি। সাড়ে পাঁচ দশক পর ইতালিয়ান কাপের শিরোপা দিয়েই আক্ষেপ ঘোচাতে চায় তারা। এ লক্ষ্যে দারুণ ছন্দে আছে দলটি। নিজেদের মাঠে দলের দুই তারকা খেলোয়াড় ড্রায়েস মার্টেন্স ও লরেঞ্জো ইনসিগনিকে বেঞ্চে বসিয়ে মাঠে নামে নেপোলি। হার দিয়েই তার মাসুল গোনে দলটি। গোলশূন্য প্রথমার্ধের পর বিরতির পাঁচ মিনিট পরে (৫০ মিনিট) আটলান্টাকে এগিয়ে নেন টিমোথি ক্যাস্টেগ। ৮১ মিনিটে গোমেজের গোলে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে অতিথিরা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামা মার্টেন্স ৮৪ মিনিটে গোল করে নেপোলিকে ম্যাচে ফেরানোর স্বপ্ন দেখান। তবে গত মৌসুমে নেপোলিকে হোম এবং এ্যাওয়ে ম্যাচে পরাজিত করা আটলান্টা এরপর আর কোন বিপদ হতে দেয়নি। ২-১ ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় দলটি।
×