ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ত্রিদেশীয় ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ

বাংলাদেশকেই এগিয়ে রাখলেন হ্যালসাল

প্রকাশিত: ০৬:১৯, ৪ জানুয়ারি ২০১৮

বাংলাদেশকেই এগিয়ে রাখলেন হ্যালসাল

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার চেয়ে এ মুহূর্তে বাংলাদেশকেই এগিয়ে রাখলেন বাংলাদেশ দলের সহকারী ও ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসাল। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট ও দুই টি২০ ম্যাচের সিরিজের জন্য ২৭ ডিসেম্বর থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু জিম্বাবুইয়ান এ কোচ বুধবার অনুশীলনে যোগ দিয়েছেন। যোগ দিয়েই শ্রীলঙ্কা ও বাংলাদেশ ক্রিকেটের পার্থক্য বুঝিয়ে দিলেন। সঙ্গে প্রধান কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে চলে যাওয়ায় যে অসুবিধা হবে না, সেটিও বুঝিয়ে দিলেন। হ্যালসাল বলেছেন, ‘দেখুন আমরা শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে যাচ্ছি যারা কিছুদিন আগে ভারতে কঠিন সময় পার করেছে। তারা খুব বাজেভাবে হেরেছে। কিন্তু এখনও ঘুরে দাঁড়াতে পারেনি।’ সঙ্গে যোগ করেন, ‘তবে শ্রীলঙ্কা ভাল দল। তারা কী করতে পারে সেই সম্পর্কে আমরা জানি। আমরা মিরপুরে খেলছি। শেষ তিন বছরে ইংলিশরা বাদে আমাদের এখান থেকে কেউ সিরিজ জিতে নিতে পারেনি। অন্যান্য দুই দলের তুলনায় বাংলাদেশ বেশ ভারসাম্যপূর্ণ একটি দল।’ ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কা ও জিম্বাবুইয়েও খেলবে। প্রতিপক্ষ দুই দলের চেয়েও বেশি শক্তিশালী বাংলাদেশ। বিশেষ করে দেশের মাটিতে খেলা হবে। এখানে তো বাংলাদেশ অপ্রতিদ্বন্দ্বী দল হয়ে উঠেছে। গত বছর যদিও দেশের মাটিতে কোন ওয়ানডে ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। ২০১৬ সালের অক্টোবরের পর খেলবে। তারপরও এর আগের সাফল্যগুলো যে কোন দলকেই চাপে রাখবে। তবে বাংলাদেশ দলও এবার চাপে পড়বে মনে করা হচ্ছে। কারণ, কোচ নেই। কিন্তু এ বিষয়টিকে খুব আমলে নিচ্ছেন না হ্যালসাল। কোচ গেছেন। কোন তারকা ক্রিকেটার যাননি। দলে তারা আছেন। তাই তো হ্যালসাল বোঝাতে চেয়েছেন, ‘আমাদের প্রধান কোচ চলে গিয়েছে। বড় খেলোয়াড় যাওয়ার থেকে কোচ যাওয়া কম গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কোন বড় খেলোয়াড় কিংবা তরুণ কোন খেলোয়াড় চলে যায়নি। কোচ গিয়েছে। বাংলাদেশ আর শ্রীলঙ্কার বিষয়টি ভিন্ন। শ্রীলঙ্কা কিছু খেলোয়াড়কে হারিয়েছে যেমনÑ মালিঙ্গা নির্বাচিত হচ্ছে না। আমাদের এ ধরনের কোন সমস্যা নেই। এ কারণে বাংলাদেশ বেশ ভারসাম্যপূর্ণ একটি দল।’ দলের ক্রিকেটারদের সামর্থ্যকেও বড় করে দেখছেন হ্যালসাল। বলেছেন, ‘যদি আপনার ক্রিকেটাররা ভাল খেলে তাহলে জিতবে। আমাদের দলে একাধিক ভাল প্লেয়ার আছে। কিন্তু তারা দক্ষিণ আফ্রিকা সিরিজে ভাল খেলেনি আবার এরাই কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে দু’একটি ম্যাচ ভাল খেলেছিল। আরও নির্দিষ্ট করে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি। অতএব আমাদের ভাল খেলোয়াড় আছে এবং আমাদের কাজ হবে তাদের দিয়ে ভাল ক্রিকেট খেলানো।’ হাতুরাসিংহে চলে যাওয়ায় দায়িত্বেও কোন ভিন্নতা দেখছেন না সহকারী কোচ। তিনি বলেছেন, ‘আমার মনে হয় না হাতুরার বিদায়ে দায়িত্বে কোন ভিন্নতা আসবে। আমি কোচিং সাইড দেখাশোনা করি। আগের সঙ্গে বর্তমানের কোন পার্থক্যই আমি দেখছি না। একজন সাপোর্ট স্টাফের দৃষ্টিকোণ থেকে দল জেতাতে আমি সম্ভাব্য সবই করব।’ জাতীয় দলের ক্রিকেটাররা এখন পুরোপুরি অনুশীলনে ব্যস্ত। প্রাথমিক দলে থাকা ৩২ ক্রিকেটার অনুশীলন চালিয়ে যাচ্ছেন। ১০ জানুয়ারি পর্যন্ত অনুশীলন করবেন। এর মাঝে ৬ ও ৯ জানুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলাও হবে। প্রাথমিক দলের ক্রিকেটাররাই ভাগাভাগি হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবেন। এর মধ্যে চূড়ান্ত দলও ঘোষণা হয়ে যাবে। জানুয়ারির ১৫ তারিখ বাংলাদেশ-জিম্বাবুইয়ের মধ্যকার ম্যাচ দিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটি শুরু হবে। এরপর এক এক করে ১৭ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুইয়ে, ১৯ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা, ২১ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুইয়ে, ২৩ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুইয়ে ও ২৫ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুইয়ের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। যে দুই দল পয়েন্ট তালিকায় শীর্ষে থাকবে ২৭ জানুয়ারি সেই দুই দল ফাইনালে লড়াই করবে। ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দিবারাত্রিতে হবে ম্যাচ। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে ১২ জানুয়ারি জিম্বাবুইয়ে একাদশের বিপক্ষে বাংলাদেশ একাদশের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ত্রিদেশীয় সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ৩১ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ দুই দলের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ১৫ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ও ১৮ ফেব্রুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে। টি২০ ম্যাচগুলোও দিবারাত্রিতে অনুষ্ঠিত হবে। সিরিজগুলোতে বাংলাদেশকেই এগিয়ে রেখেছেন সহকারী কোচ রিচার্ড হ্যালসাল।
×