ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাবার জন্য শিশুকে টিসি

প্রকাশিত: ০৬:০২, ৪ জানুয়ারি ২০১৮

বাবার জন্য শিশুকে টিসি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় বাবার ‘অপরাধের’ শাস্তি হিসেবে স্কুল কর্তৃপক্ষ এক শিশুকে টিসি(বিদ্যালয় পরিত্যাগপত্র) দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটে এ ঘটনা ঘটেছে। রায়েন্দা বাজারের বাসিন্দা ব্যবসায়ী মাসুদ আলী শেখ জানান, ২০১৭ সালে তার শিশুপুত্র আব্দুল্লাহ আল জিহাদকে (৬) তার বাড়িসংলগ্ন শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটে প্লে গ্রুপে ভর্তি করেন। কিন্তু ওই শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে মাসুদ গংয়ের সম্পত্তি নিয়ে বিরোধ ও মামলা চলছে। কয়েকদিন আগে উকিল কমিশনকে কেন্দ্র করে বচসা হয়। এ কারণে তার ছেলে শিশু জিহাদ প্লে গ্রুপের বার্ষিক পরীক্ষায় ভাল ফল করে উত্তীর্ণ হলেও নার্সারি ক্লাসে তাকে ভর্তি করতে অপারগতা প্রকাশ করেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ উসমান গনি। হাসিমুখে বাড়ি ফিরল স্বর্ণালী স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রায় দুই মাসের চিকিৎসা শেষে হাসিমুখে বাড়ি ফিরল বিরল রোগে আক্রান্ত রাজশাহীর শিশু মেহেরিন আক্তার স্বর্ণালী (১২)। বুধবার বেলা ২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল ছেড়ে যায় সে। গত ২৮ নবেম্বর হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে তার দীর্ঘ অস্ত্রোপচার হয়। হাসপাতালের বার্ন ও পাস্টিক সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক ডাঃ আফরোজা নাজনীন বলেন, স্বর্ণালী পেক্সিফর্ম নিউরোফাইব্রোমায় আক্রান্ত। মূলত জিনগত জটিলতায় এ রোগে আক্রান্ত হয়েছে সে। বিশ্বব্যাপী এমন বিরল রোগের অস্ত্রোপচার প্রক্রিয়া দীর্ঘ। সফলতার হারও কম। কিন্তু তারা সাধ্যমত চেষ্টা চালাচ্ছেন স্বর্ণালীকে পুরোপুরি সুস্থ করে তুলতে। তিনি আরও বলেন, এমন রোগের ক্ষেত্রে দু’ বছর বয়সের মধ্যেই অস্ত্রোপচার করতে হয়।
×