ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাঙ্গামাটিতে যুবলীগ কর্মী গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৬:০১, ৪ জানুয়ারি ২০১৮

রাঙ্গামাটিতে যুবলীগ কর্মী গুলিবিদ্ধ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৩ জানুয়ারি ॥ রাঙ্গামাটিতে যুবলীগের এক কর্মীকে সন্ত্রাসীরা গুলি করে গুরুতর আহত করেছে। মঙ্গলবার গভীর রাতে জেলার বিলাইছড়ি উপজেলার ফারোয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবলীগ নেতার নাম বিশ্ব রায় তঞ্চঙ্গা (৩৫) । জানা গেছে, সন্ত্রাসীদের ভয়ে ফারুয়া ইউনিয়ন যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক বিশ্ব রায় রাতে নিজের ঘর ছেড়ে একটি কেয়াং ঘরে ঘুমাতো। সন্ত্রাসীরা ওইদিন গভীর রাতে সেখানে গিয়ে তাকে লক্ষ্য করে কার্তুজের ছরা গুলি মারে। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে বেহুশ হয়ে যায়। সন্ত্রাসীরা মারা গেছে ভেবে তাকে ফেলে চলে যায়। এর সঙ্গে থাকা অন্য লোকজন তাকে উদ্ধার করে বুধবার ভোরে বিলাইছড়ি হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে দুপুরে তাকে রাঙ্গামাটি আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে অস্ত্রোপচার করে তার শরীর থেকে ৫টি গুলি বের করা হয়েছে। এই রির্পোট লেখা পর্যন্ত সিভিল সার্জন শহীদ তালুকদার রোগী শঙ্কামুক্ত বলে জানান। এই ঘটনার প্রতিবাদে যুবলীগ রাঙ্গামাটিতে একটি প্রতিবাদ মিছিল করেছে। ঝিনাইদহে পাষ- বাবার আছাড়ে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৩ জানুয়ারি ॥ হরিণাকুন্ডুতে লিখি খাতুন নামে আড়াই বছরের এককন্যা শিশুকে আঁচড়ে হত্যা করেছে পাষ- পিতা লিটন হোসেন। পারিবারিক বিরোধের জেরে বুধবার সকালে হরিণাকুন্ডু উপজেলার শ্রীপুর গ্রামে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। হরিণাকুন্ডু থানার ওসি শওকত হোসেন জানান, সকালে লিটনের পকেট থেকে তার স্ত্রী সাদিয়া খাতুন ৫০ টাকা নেয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। ঝগড়ার এক পর্যায়ে লিটন তার স্ত্রীর কোল থেকে শিশু লিখি খাতুনকে কেড়ে নিয়ে ঘরের মেঝেয় আচাড় মারে। এতে লিখি খাতুনের মাথা ফেটে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনার পর থেকে পাষন্ড পিতা লিটন হোসেন পলতাক রয়েছে।
×