ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৬:০১, ৪ জানুয়ারি ২০১৮

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার সখিপুর মোড়ে তার ওপর এ হামলা চালানো হয়। এদিকে পুলিশ রাতে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে গ্রেফতার করেছে। গুলিবিদ্ধ ফারুখ হোসেন দেবহাটা উপজেলার তিলকুড়া গ্রামের শেখ আমজাদ হোসেন আমুর পুত্র ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে পারুলিয়া বাজার থেকে মোটরসাইকেল সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে সখিপুর মোড়ে পৌঁছুলে একটি প্রাইভেট কার থেকে তাকে গতিরোধের সিগন্যাল দেয় দুর্বৃত্তরা। এ সময় তিনি না থেমে এগুতে থাকলে তাকে লক্ষ্য করে প্রাইভেট কার থেকে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে তিনি তলপেটে গুলিবিদ্ধ হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় সখিপুর হাসাপাতল ও পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, চেয়ারম্যানের সঙ্গে দেবহাটা উপজেলার গরুর খাটাল নিয়ে একটি পক্ষের বিরোধ চলে আসছিল। সম্প্রতি চেয়ারম্যান গরুর খাটালের অনুমোদন পায়। তাছাড়া এলাকায় মাদক নির্মূল চেয়ারম্যানের বড় ভুমিকা রয়েছে। এসব কারণে তার ওপর হামলা হতে পারে। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি ফারুক হোসেন রতনকে দেবহাটার সখিপুর কলেজ মাঠে সন্ত্রাসীদের হামলার স্বীকার হন। তারা তাকে কুপিয়ে আহত করে ফেলে রেখে পালিয়ে যায় দুবৃত্তরা। সে সময় তিনি প্রাণে রক্ষা পান। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তিনিটি গুলির খোসা ও প¦ার্শবর্তী একটি বাগান থেকে এক জোড়াজুতা উদ্ধার করেছে। সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ফরহাদ জামিল জানান, চেয়ারম্যান তলপেটে গুলিবিদ্ধ হয়েছেন। রাতেই তাকে অপারেশন করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বুধবার দুপুরে তাকে হেলিকপ্টারযোগে ঢাকা পাঠানা হয়েছে।
×