ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটে মাটি চাপায় আহত ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ০৬:০০, ৪ জানুয়ারি ২০১৮

সিলেটে মাটি চাপায় আহত ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জাফলংয়ে মন্দিরের জুম এলাকায় পাথর উত্তোলনের সময় মাটি চাপায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম সাদেক মিয়া (৪০)। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একই পরিবারের তিনজনের লাশ রয়েছে। মঙ্গলবার রাতে আহত অবস্থায় জাফলং থেকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পথে বানিয়াচঙ্গের তাজ উল্যার পুত্র সাদেক মিয়া মারা যায়। রংপুরে বিড়ি শ্রমিকদের সভা নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩ জানুয়ারি ॥ বিড়িশিল্প ধ্বংস করার জন্য ট্যাক্স আগ্রাসন নীতি এবং শ্রমিক বেকার করার ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে রূখে দাঁড়াতে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের শ্রমিক সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের আয়োজনে শ্রমিক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি। তিনি বলেন, বিড়িশিল্প বন্ধ হলে দেশের প্রায় ১৫ লাখ মানুষ বেকার হয়ে যাবে, এ সরকার মানুষের অধিকার নিশ্চিত করতে চায়, তাদেরকে মেরে ফেলতে নয়, এদেশে সিগারেট শিল্প থাকলে বিড়িশিল্পও থাকবে। সভায় বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম. কে বাঙালী প্রমুখ। মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বই বিতরণ রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজ। পাঠ্যপুস্তক উৎসব উপলক্ষে সোমবার প্রশাসনিক ভবনে আয়োজন করা হয় বই বিতরণ অনুষ্ঠানের। নতুন বই প্রদানের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রÑছাত্রীদের হাতে বই তুলে দেন মাইলস্টোন স্কুল ্এ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল এ্যান্ড কলজের সিনিয়র পরিচালক লে. কমান্ডার এফ করিম (অব), ইংরেজী ভার্সন সেকশনের উপাধ্যক্ষ মেজর শেখ মোঃ শাহাবুদ্দিন (অব) এবং ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা। -বিজ্ঞপ্তি
×