ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রমিকরা অর্থকষ্টে ॥ নিষ্প্রাণ খালিশপুর ও আটরা শিল্পাঞ্চল

ছয় দিন চাকা ঘুরছে না খুলনার ৮ রাষ্ট্রায়ত্ত পাটকলে

প্রকাশিত: ০৫:৫৮, ৪ জানুয়ারি ২০১৮

ছয় দিন চাকা ঘুরছে না খুলনার ৮ রাষ্ট্রায়ত্ত পাটকলে

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ গত ৬ দিন ধরে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৮টি পাটকলের চাকা ঘুরছে না। বকেয়া মজুরির দাবিতে গত বৃহস্পতিবার থেকে শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। এর মধ্যে পাটকল সিবিএ নন সিবিএ ঐক্য পরিষদের ১১ দফা দাবিতে মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত পাটকলে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করা হয়। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে গত ছয় দিনে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলে প্রায় সাড়ে ১৩ কোটি টাকার পাটজাত পণ্য উৎপাদন হয়নি। এদিকে মজুরি না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন শ্রমিকরা। তারা বলছেন, বকেয়া সব মজুরি এক সঙ্গে না পাওয়া পর্যন্ত তারা কাজে ফিরে যাবেন না। অন্যদিকে মিলের অচলাবস্থার প্রভাব পড়ছে খালিশপুর ও আটরা শিল্পাঞ্চলে। টাকার অভাবে শ্রমিকরা বাজারে আসতে পারছেনা। তাই পাটশিল্প কেন্দ্রিক ব্যবসা কেন্দ্রগুলো নি®প্রাণ হয়ে পড়েছে। কেনাবেচা না থাকায় অনেকেই দোকান খুলছেননা। স্থানীয়রা জানান, মিল চালু থাকলে ভোর ৬টা থেকে অনেক রাত পর্যন্ত খালিশপুর শিল্পাঞ্চল শ্রমিকদের পদচারণায় মুখর থাকে। কিন্তু সেই চিত্র হঠাৎ বদলে গেছে। বিআইডিসি সড়কের দুই পাশের সারি সারি দোকানগুলোর অনেকেই গত ৬ দিন খুলছে না। শ্রমিক আন্দোলনের ৫ দিন মঙ্গলবার শ্রমিকরা বিআইডিসি সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছেন। তবে বুধবার শ্রমিকরা কর্মবিরতি ছাড়া কোন কর্মসূচী পালন করেনি। বিজেএমসির খুলনা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম ও যশোরের জেজেআই জুট মিল চালু থাকলে প্রতিদিন প্রায় ২২৫ মে. টন পাটজাত পণ্য উৎপাদন হতো। সেই হিসেবে গত ৬ দিনে ১ হাজার ৩৫০ মে. টন পাটজাত পণ্য উৎপাদন বিঘিœত হয়েছে। যার মূল্য প্রায় সাড়ে ১৩ কোটি টাকা। সূত্রটি জানায়, যশোরের নওয়াপাড়ায় অবস্থিত কার্পেটিং জুট মিলে উৎপাদন স্বাভাবিক রয়েছে। কর্মবিরতি পালনকারী ৮টি পাটকলের ২৬ হাজার ৭১৮ শ্রমিকের ৪ থেকে ১২ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। সব মিলিয়ে শ্রমিকদের পাওনার পরিমাণ ৪০ কোটি ৬৮ লাখ টাকা। ৯টি পাটকলে বর্তমানে ২১ হাজার ৪৭৪ মে. টন পাটজাত পণ্য বিক্রির অপেক্ষায় পড়ে রয়েছে। যার মূল্য প্রায় ২১৫ কোটি টাকা। শ্রমিক নেতারা বলেন, মজুরি না পেয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটানো শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অথচ মিল কর্তৃপক্ষ বকেয়া টাকা প্রদানের বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না। বিজেএমসির খুলনা আঞ্চলিক কার্যালয়ের লিয়াজোঁ কর্মকর্তা গাজী শাহাদাত হোসেন বলেন, শ্রমিক অসন্তোষের বিষয়টি প্রধান কার্যালয়কে অবহিত করা হয়েছে। দ্রুত শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের জন্য চেষ্টা করা হচ্ছে।
×