ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোচিং নির্ভর বিদ্যালয় বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৫৭, ৪ জানুয়ারি ২০১৮

কোচিং নির্ভর বিদ্যালয় বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ কোচিং নির্ভর অনুমোদনহীন মাধ্যমিক বিদ্যালয় সমূহের অবৈধভাবে শিক্ষা কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন এমপিওভুক্ত ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান শিক্ষকবৃন্দ। অভিযোগ করে বলা হয়, অনুমোদনহীন মাধ্যমিক বিদ্যালয়সমূহ অবৈধ পন্থায় সরকারী বই সংগ্রহ করছে। সরকারী বই প্রাপ্তিতে সহযোগিতা করছে শিক্ষা বিভাগের কতিপয় দুর্নীতি পরায়ণ কর্মকর্তা ও এমপিওভুক্ত কতিপয় শিক্ষক। সম্মেলনে বলা হয়, কোন প্রকার অনুমোদন ছাড়াই বাণিজ্যিক উদ্দেশ্যে গড়ে উঠেছে কোচিং নির্ভর ৫৩টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। নিউজপ্রিন্ট মিলের বধ্যভূমিতে স্মৃতিফলক উন্মোচন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খালিশপুর শিল্পাঞ্চলে অবস্থিত খুলনা নিউজপ্রিন্ট মিল প্রাঙ্গণের বধ্যভূমিতে নির্মিত স্মৃতিফলক বুধবার উন্মোচন করা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে স্মৃতিফলকটি নির্মাণ করেছে ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট কর্তৃক পরিচালিত গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র। ফলক উন্মোচন করেন ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সাধারণ সম্পাদক ডাঃ শেখ বাহারুল আলম। এ সময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীন জামান পনসহ অনেকে উপস্থিত ছিলেন। ১৯৭১ সালে খুলনা নিউজপ্রিন্ট মিলের ব্যারাক ছিল খুলনা শহরের একটি বড় নির্যাতন কেন্দ্র। এখানে অসংখ্য মানুষকে ধরে এনে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়। তাঁদের লাশ মিল প্রাঙ্গণে পুঁতে ফেলা হয়। উল্লেখ্য, ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট দেশের বিভিন্নস্থানে গণহত্যার স্থান ও বধ্যভূমিগুলোতে স্মৃতিফলক নির্মাণ করে আসছে।
×