ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাগরে ৪ জেলেকে অপহরণ ॥ মুক্তিপণ দাবি

প্রকাশিত: ০৫:৫৭, ৪ জানুয়ারি ২০১৮

সাগরে ৪ জেলেকে অপহরণ ॥ মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে জলদস্যুরা মুক্তিপণের দাবিতে চারজন জেলেকে অপহরণ করেছে। রাঙ্গাবালী পুলিশ জেলে অপহরণের সত্যতা নিশ্চিত করেছে। তবে জলদস্যুদের কোন গ্রুপ এ অপহরণ করেছে তা চিহ্নিত করতে পারেনি। বুধবার ভোররাতের দিকে অপহরণের এ ঘটনা ঘটেছে। অপহৃত জেলেদের বাড়ি পার্শ্ববর্তী ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরসেমাইয়া গ্রামে। সূত্রে জানা গেছে, ঘটনার সময়ে সোনারচর অভয়ারণ্যের সৈকতের শুঁটকি পল্লীর একদল জেলে সংলগ্ন সাগরে কয়েকটি নৌকা নিয়ে মাছ ধরছিল। আকস্মিক একদল জলদস্যু জেলেবহরে হামলা চালায়। নৌকা নিয়ে অন্যান্য জেলেরা পালিয়ে যেতে সক্ষম হলেও একটি নৌকা জলদস্যুতার শিকার হয়। জলদস্যুরা ওই নৌকার জেলেদের মারধর করে এবং নগদ অর্থ, জাল, মাছ ও মোবাইল ফোনসহ দামী মালামাল লুট করে। এক পর্যায়ে জলদস্যুরা আলমগীর মাঝি, আওলাদ মাঝি, মন্নান মাঝি ও ইব্রাহিম মাঝি নামের চারজন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। জলদস্যুরা অপহৃত জেলেদের প্রত্যেকের জন্য মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা হারে দাবি করে। নরসিংদীতে নিখোঁজ আওয়ামী লীগ নেতার সন্ধান দাবি স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ নরসিংদীতে পুলিশ বেশে উঠিয়ে নেয়ার পর ২২ দিন ধরে নিখোঁজ আওয়ামী লীগ নেতা বজলুর রহমানের সন্ধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিখোঁজ আওয়ামী লীগ নেতার পরিবারের সদস্য, এলাকাবাসী ও আইনজীবীরা অংশগ্রহণ করেন। নিখোঁজ বজলুর রহমান রায়পুরার চরাঞ্চলের গোপীনাথপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে ও নিলক্ষা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। বক্তারা বলেন, ১২ ডিসেম্বর সকালে বজলুর রহমানকে পুলিশের জ্যাকেট পরিহিত অস্ত্রধারী ৫-৬ জন লোক গ্রাম থেকে উঠিয়ে নেয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করাসহ জেলা পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দেয়ার ২২ দিন অতিবাহিত হলেও বজলুর রহমানের খোঁজ করতে পারেনি পুলিশ। অবিলম্বে নিখোঁজ বজলুর রহমানের সন্ধান দাবি করেন বক্তারা। সিদ্ধিরগঞ্জে শিশু বলাৎকার ॥ যুবক গ্রেফতার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী এলাকায় ১০ বছরের এক শিশু বলাৎকারের শিকার হয়েছে। এ অভিযোগে কালু মিয়া (৩০) নামে এ যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। পুলিশ জানান, মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জে আটি ওয়াপদা কলোনি এলাকার একটি ঝোপের মধ্যে ১০ বছরের শিশুটিকে নিয়ে কালু মিয়া বলাৎকার করে। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে বলৎকারীর কাছ থেকে তাকে উদ্ধার করে। এ সময় লোকজন কালু মিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
×