ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুলতান মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৫:৫৬, ৪ জানুয়ারি ২০১৮

সুলতান মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ৩ জানুয়ারি ॥ সাড়ে ৩শ ক্ষুদে শিশু চিত্রশিল্পীর অংশগ্রহণে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ৪ গ্রুপে সাড়ে ৩শ প্রতিযোগী অংশগ্রহণ করে। সুলতান মেলার ৯ম দিন বুধবার বেলা সাড়ে ১০ টায় শিশুদের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ। এ সময় চিত্রশিল্পী বলদেব অধিকারী, এস,এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, চিত্রশিল্পী সমীর মজুমদার, চিত্রশিল্পী সমীর বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন। এ বছর সুলতান স্বর্ণপদক পাচ্ছেন ভাস্কর্য শিল্পী বীরাঙ্গনা ফেরদৌসি প্রিয়ভাষিণী। সমাপনী দিন বৃহস্পতিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন শিকদার এমপি এ স্বর্ণপদক প্রদান করবেন। রূপগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩ জানুয়ারি ॥ একদল দুর্বৃত্ত রুবেল খাঁন নামে এক যুবলীগ নেতার বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ঘরসহ আসবাবপত্র পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার হিরনাল এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুরে অগ্নিকাণ্ড স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, একটি মেস কলোনিতে বুধবার সকালে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনে ২০টি কক্ষ পুড়ে গেছে। জানা গেছে, সিটি কর্পোরেশনের বাসন সড়কের মুন্সি বাড়ি রোড এলাকার একটি মেস কলোনিতে বুধবার সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন পুরো কলোনির কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে জয়দেবপুর স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
×