ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৫:৫৪, ৪ জানুয়ারি ২০১৮

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩ জানুয়ারি ॥ আশুলিয়ায় ২ হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসানের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জান গেছে, কয়েক মাস আগে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ৪০-৫০ হাজার টাকা করে নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকার প্রায় ২ হাজার পরিবারের মধ্যে দেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। তিতাস ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে তিনটি মূল পয়েন্টে মাটির নিচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে সিলগালা করে দেয়। এ সময় কয়েক শ’ পাইপ উত্তোলন করে তা জব্দ করা হয়। অভিযানের সময় মূল সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবহার করা রাইজারগুলোও খুলে নেয়া হয়। গ্যাস পাইপগুলো ছিল নিম্ন মানের এবং যে কোন সময় গ্যাসের পাইপ ফেঁটে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। এ সময় ওই এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নেয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ১১ জন বাড়িওয়ালাকে ৬৫ হাজার টাকা জরিমানা করেন। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার এ অভিযান নিয়মিত চলবে।
×