ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩০ কোটি টাকার রেলপথে চলে না কোন আন্তঃনগর ট্রেন

প্রকাশিত: ০৫:৫৩, ৪ জানুয়ারি ২০১৮

৩০ কোটি টাকার রেলপথে চলে না কোন আন্তঃনগর ট্রেন

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ একাধিক আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ শহরের সঙ্গে সংযোগ সাধনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ৩০ কোটি টাকা ব্যয়ে আমনুরা বাইপাস রেলপথ নির্মাণ করা হলেও একটি ট্রেনও এখনও আসছে না। অথচ রাজশাহী পর্যন্ত ১০টি আন্তঃনগর ট্রেন এলেও তা সম্প্রসারণ করে চাঁপাইনবাবগঞ্জে আসছে না। এতে চাঁপাইয়ের যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে। ঢাকা-রাজশাহী আন্তঃনগর ট্রেন ৪টি। তার মধ্যে মাত্র একটি অর্থাৎ পদ্মা আন্তঃনগরের সঙ্গে সংযোগ দেয়া হয়েছে কমিউটার ট্রেন দিয়ে। ট্রেনটি ধরার জন্য চাঁপাই অঞ্চলের যাত্রীদের আড়াই ঘণ্টায় চাঁপাই স্টেশনে পৌঁছতে হয়। পদ্মা ঢাকা পৌঁছে রাত ১০টায়। নিরাপত্তাহীনতার কারণে কোন যাত্রী এই ট্রেন ধরতে উৎসাহ বোধ করে না। অথচ বিকাল ২টা ২০ মিনিট থেকে ৪টার মধ্যে ৪টি আন্তঃনগর যথা কপেতাক্ষ, বরেন্দ্র ও ২টি ঢাকাগামী আন্তঃনগর রাজশাহী ছেড়ে যায়। চাঁপাইয়ের কমিউটার ট্রেনটি আড়াইটার বদলে একটার মধ্যে ছেড়ে গেলে চাঁপাই যাত্রীরা এই সময়ে তিনটি আন্তঃনগর ধরতে পারবে রাজশাহী গিয়ে। ধূমকেতু আন্তঃনগর রাজশাহী থেকে ছাড়ে রাত ১১টা ২০ মিনিটে। এই ট্রেনটির সঙ্গে চাঁপাইয়ের কোন সংযোগ ট্রেন নেই। রাত ১১টার ট্রেন রাত ১০টায় চাঁপাই ছাড়লে ধূমকেতুর সঙ্গে আন্তঃনগরের সংযোগ দেয়া সম্ভব। শুধু তাই নয়, ওই ট্রেনটি খুলনা থেকে রাজশাহী আসে। রাজশাহী আগত সাগরদাড়ি এক্সপ্রেসের যাত্রীরা চাঁপাই পৌঁছতে পারে না। অপর দুটি আন্তঃনগর সিল্ক সিটিসহ আরও তিনটি ট্রেন ঢাকা-রাজশাহী চললেও চাঁপাইয়ের সঙ্গে কোন সংযোগ নেই। অথচও সকাল সাড়ে আটটার ট্রেনটি ঘণ্টা দেড়েক আগে চাঁপাই থেকে ছাড়লে চারটি আন্তঃনগর ট্রেন চাঁপাইয়ের যাত্রীরা ব্যবহার করতে পারে। অথচও একটি কমিউটার ট্রেন দিয়ে একটি আন্তঃনগর ট্রেনে সংযোগ দেয়া হলেও চাঁপাই রেলস্টেশনে বরাদ্দ টিকেটের পরিমাণ মাত্র ৫টি যা চোরাই পথে অনেক আগে বিক্রি হয়ে থাকে।
×