ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিশোরীগঞ্জে যুবলীগের আহ্বায়ক কমিটি বাতিল দাবি

প্রকাশিত: ০৫:৫২, ৪ জানুয়ারি ২০১৮

কিশোরীগঞ্জে যুবলীগের আহ্বায়ক কমিটি বাতিল দাবি

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ উপজেলা কমিটি বহাল থাকা অবস্থায় কিশোরীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটি অবৈধভাবে ঘোষণা দেয়ার প্রতিবাদে ও ওই কমিটি বাতিলের দাবিতে উপজেলার নেতাকর্মীরা মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। বর্তমান উপজেলা কমিটির আয়োজনে বুধবার দুপুরে উপজেলা শহীদ মিনার মোড়ের প্রধান সড়কে মানববন্ধন ও সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলের সময় উপজেলা যুবলীগের নেতাকর্মীরা থানা মোড়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও দফতর সম্পাদক আনিছ ম-লের কুশপুতুলকা দাহ করে। এর আগে মানববন্ধন চলাকালীক সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি ফণিভূষন মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি আব্দুল রাজ্জাক বাবু, সাধারণ সম্পাদ গোলাম রব্বানী চৌধুরী বিপুল ও যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ রায় সিংহ। উপজেলা যুবলীগের সভাপতি অভিযোগ করে জানান, সংগঠনের গঠনতন্ত্র বহির্ভূত কেন্দ্রীয় কমিটি অবৈধভাবে আহবায়ক কমিটি ঘোষণা দিয়েছে। অথচ বর্তমান উপজেলা কমিটি ৯টি ইউনিয়ন ও ৮১ টি ওয়ার্ডে সম্মেলন সম্পন্ন করে উপজেলা সম্মেলনের প্রস্তুতি গ্রহণের করে। এ অবস্থায় হঠাৎ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদ স্বাক্ষরিত পত্রে জানতে পারি তারা ২০১৭ সালের ১০ ডিসেম্বর কিশোরীগঞ্জ উপজেলা যুবলীগের ২১ সদস্যের কমিটি অনুমোদন দিয়েছে। তিনি অভিযোগ করে জানান, বর্তমান উপজেলা যুবলীগ কমিটি বহাল থাকা অবস্থায় কেন্দ্রীয় কমিটি স্থানীয় জামায়াত ও বিএনপি পরিবারের সন্তানদের আহবায়ক কমিটিতে অন্তর্র্ভুক্ত করেছে। এরা হলো উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাসান আলীর আপন ভাতিজা মিনহাজুল ইসলাম ও উপজেলা বিএনপির সভাপতি রাজ্জাকুল ইসলাম রাজার ভাতিজা মোশাররফ হোসেন তুলিপ। এ ছাড়া যাদের দিয়ে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি অবৈধভাবে ঘোষণা দিয়েছে তারা কেউ আওয়ামী লীগ পরিবারে সদস্য নয় ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না।
×